মোঃ খাদেমুল ইসলাম,দিনাজপুর ॥ ২১ নভেম্বর সোমবার দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র মডার্ণ সিনেমাহল সংলগ্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও একটি ব্যতিক্রমধর্মী সামাজিক প্রতিষ্ঠান অবিচল সমাজকল্যাণ সংস্থা দিনাজপুরের আয়োজনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, স্বাধীনতা পুরস্কার এ ভুষিত প্রয়াত জননেতা এ্যাডঃ এম আব্দুর রহিম এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অবিচল সমাজকল্যাণ সংস্থা-দিনাজপুরের সভাপতি মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারন সম্পাদক মোঃ নেয়ামত উল্লাহ নেয়ামত।প্রধান অতিথি হিসেবে প্রয়াত জননেতা এম আব্দুর রহিম এর জীবন কর্ম-রাজনৈতিক আদর্শ তুলে ধরে আলোচনা করেন প্রধান অতিথি শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ এস.এম শামীম আলম সরকার বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ এনামউল্লাহ জেমি ও সাবেক ছাত্রনেতা মোঃ সোনাল। বক্তারা বলেন, আমাদের স্বাধীনতা অর্জনে এম আব্দুর রহিমের অবদানের কথা আমাদের প্রজন্ম সন্তানদের জানাতে হবে। দেশের মানুষের জন্য, দিনাজপুরবাসীর জন্য, জননেতা এ্যাডঃ এম আব্দুর রহিম যে কাজ করে গেছেন তা গবেষনা করে সর্বস্তরের মানুষকে রাজনৈতিকভাবে-জনসেবক হিসেবে জানাতে হবে। তিনি দিনাজপুরের রাজনৈতিক অভিভাবক হিসেবে আমাদের পথপ্রদর্শক ছিলেন। তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ শরিফুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com