প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ৮:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৩, ১০:৫৮ এ.এম

রফিকুল ইসলাম জাকারিয়া সভাপতি ও ইবাদ বিন সিদ্দিক সম্পান্ন
দৈনিক বাংলা সংবাদ :
আঞ্জুমানে তা'লীমুল কুরআন বাংলাদেশ সিলেট মহানগর শাখা পুনর্গঠনের লক্ষ্যে আজ ১ মার্চ, রাত ৯টায় নগরীর অস্থায়ী কার্যালয়ে এক ফুযালা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা কারি ইমদাদুল হক নোমানী সহ-সাধারণ সম্পাদক মাওলানা কারি হাফিজ এনাম বিন সিদ্দিক কেন্দ্রীয় শুরা-আমেলা সদস্য ও সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা কারি হাফিজুর রহমান
উপস্থিত সদস্যদের স্বতঃস্ফূর্ত মতামতের ভিত্তিতে ২০২৩-২০২৪ সেশনের পুনর্গঠিত সিলেট মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন :
উপদেষ্টা পরিষদ :
মাওলানা কারি সাইফুল্লাহ (মুহতামিম, নয়াসড়ক মাদ্রাসা),
মাওলানা কারি মঞ্জুর রশীদ আমিনী (মুহতামিম ও শায়খুল হাদীস, খেলাফত বিল্ডিং),
মাওলানা কারি Ahtesham Qasime (শায়খুল হাদীস, জামেয়া দারুল কুরআন),
মাওলানা কারি শাব্বির আহমদ (মুহাদ্দিস, কাজির বাজার মাদ্রাসা),
মাওলানা কারি উবায়দুল্লাহ (পরিচালক-নূরানী, আজাদ দ্বীনি এদ্বারা),
মাওলানা কারি হাকিম আব্দুল মান্নান (জিম্মাদার, বারুতখানা মহিলা মাদ্রাসা কেন্দ্র),
মাওলানা কারি মতিউর রহমান (মুহতামিম, জামেয়া হেদায়াতুল ইসলাম),
মাওলানা কারি জাহিদুল ইসলাম (মুহতামিম, জামেয়া মাদানিয়া বাইপাস),
মাওলানা কারি জামিল আহমদ (উস্তাদ, দরগাহ মাদ্রাসা)।
সভাপতি:
মাওলানা কারি রফিকুল ইসলাম জাকারিয়া
সহ-সভাপতি:
মাওলানা কারি আব্দুল্লাহ আল মামুন (প্রশিক্ষক, আঞ্জুমান)
মাওলানা কারি হাফেজ মুহাম্মদ আলী,
মাওলানা কারি আবুল কালাম আজাদ (কালান্তর)
মুফতি কারি আব্দুস সালাম
মাওলানা কারি সাঈদ আহমদ,
মাওলানা কারি আনোয়ার হুসাইন।
সাধারণ সম্পাদক :
মাওলানা কারি ইবাদ বিন সিদ্দিক।
সহ-সাধারণ সম্পাদক :
মাওলানা কারি এরশাদ খান আল হাবিব
হাফিজ কারি মাওলানা মুহাম্মদ নাঈমুল হাছান নাজিম
প্রশিক্ষণ সম্পাদক:
মাওলানা ক্বারী শফিকুর রহমান৷
সাংগঠনিক সম্পাদক:
মাওলানা কারি আহমেদ জুবাইর লস্কর
অর্থ সম্পাদক:
মাওলানা কারি নোমান আহমদ মারুফ।
প্রকাশনা সম্পাদক:
মাওলানা কারি শাহ আনহার ইসলাম।
সহ-প্রকাশনা সম্পাদক:
মাওলানা কারি সাদিকুর রহমান শাকিল।
প্রচার সম্পাদক:
মাওলানা কারি মাহফুজুর রহমান নাদিম।
সহ-প্রচার সম্পাদক: মাওলানা কারি কে এম সাইদুর রহমান
নির্বাহী সদস্য:
মাওলানা কারি কায়সান আহমদ আকবরী,
মাওলানা কারি জাহেদ আহমদ,
কারি তাওহীদুল ইসলাম,
কারি আলবাবুল হক,
কারি মিসবাহ উদ্দিন।