মোঃ খাদিমুল ইসলাম
দিনাজপুর: নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা শুধু নিজেকে বিকশিত করার জন্য পথ চলেছি সবাইকে বিকশিত করতে আমাদের অনেক ঘাটতি রয়েছে। এই ব্যর্থতার দায় আমাদের নিতে হবে।সময় এসেছে আত্ম উপলব্ধির। একসময় বাংলাদেশের সংস্কৃতি অঙ্গন অবহেলিত ছিল। এখানে আমাদেরও অবহেলা ছিল। বর্তমান সরকার দেশের সংস্কৃতি উন্নয়নে দেশের প্রতিটি জেলায় সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তুলছে। আমরা সবাই অন্ধকার পথ থেকে আলোর পথে ধাবিত হচ্ছি।
তিনি আজ সন্ধ্যায় দিনাজপুরের ঐতিহ্যবাহী নাট্যগোষ্ঠী নবরূপী'ত আয়োজিত প্রয়াত নাট্যকার শাজাহান শাহ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন,, ৭৫ পরবর্তী সময়ে আমরা যারা পথ চলেছি সে পথটি কণ্ঠ কাকীর্ণ ছিল ।আমাদেরকে বেঁচে থাকার সংগ্রাম করতে হয়েছে। এই সংগ্রামের লক্ষ্য ছিল বাংলাদেশকে উন্নত দেশের কাতারে শামিল করা।আমাদের মাঝে অন্ধকারের দল লুকিয়ে আছে। এই অন্ধকারে দলকে পরাজিত করে আলোর প্রদীপ জ্বালতে হবে। বর্তমান সরকার সব পরিকল্পনা বাস্তবায়নের সক্ষম আমরা বর্তমানে বদ্বীপ পরিকল্পনা নিয়ে কাজ করছি
দিনাজপুর ১ আসনের সাংসদ ও অনুষ্ঠানের উদ্বোধক মনোরঞ্জনশীল গোপাল বলেন, একটি দেশ তখন উন্নতির শিখরে যাবে যখন তার সংস্কৃতি উন্নত হবে। তাই আগামীর সংগ্রাম আমাদের সংস্কৃতিকে উন্নত করার সংগ্রাম।
বাংলা একাডেমি মহাপরিচালক লিয়াকত আলী লাকি বলেন, ৭৫ এ জাতির জনক কে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে এদেশের সংস্কৃতিকে হত্যা করা হয়েছে। দেশের সংস্কৃতিকে উন্নত করতে হলে দেশবিরোধী অপশক্তিকে ধ্বংস করে দিতে হবে। তবেই জাতির জনকের হাজার বছরের স্বপ্ন বাস্তবায়ন হবে।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকির বলেন, নাটক ও সাহিত্য হচ্ছে আমাদের চলার পথে অনুষঙ্গ। এই অনুষঙ্গ কে বাদ দিয়ে একটি জাতি সমৃদ্ধি অর্জন করতে পারে না। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক সাংস্কৃতিক উপাদান ছড়িয়ে ছিটিয়ে আছে যা সংগ্রহ করে আমাদের সংস্কৃতিকে উন্নত করতে হবে।
পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, সংস্কৃতি হচ্ছে একটি জাতির অলংকার। কবি ও সাহিত্যিকদের সাহিত্যচর্চা বাড়াতে হবে। মানুষ যখন চুপ করে থাকে সাহিত্য তখন কথা বলে।
নবরূপী নাট্যগোষ্ঠীর সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে দৈনিক বিরল পত্রিকার সম্পাদক বাবুরামাকান্ত রায়, নবরূপীর সাধারণ সম্পাদক বাদল সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানটির উদ্বোধন করেন দিনাজপুর এক আসনের সংসদ মনোরঞ্জনশীল গোপাল। পরে একটি মনোজ্ঞর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com