
সাগর দেব,সংযুক্ত আরব আমিরাত:
লটারির টিকিট কেটে ভাগ্য বদলের স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু হাতে গোনা কয়েকজনেরই হয়তো পূরণ হয় সেই স্বপ্ন। এবার সংযুক্ত আরব আমিরাতে লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেছে এক প্রবাসীর, জিতেছেন প্রায় ৪৫ কোটি টাকা।
হঠাৎই কোটিপতি বনে যাওয়া ওই স্থাপত্য নকশাকারের নাম রাজীব আরিক্কাত। ভারতীয় এই নাগরিক দীর্ঘদিন ধরে আরব আমিরাতে বসবাস করে আসছেন।
সম্প্রতি দুবাইয়ে আমিরাতি মিলিয়ন দিরহাম সিরিজ-২৬০ বিগ টিকিট র্যাফেল-ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৪ সালের গ্র্যান্ড পুরস্কার বিজয়ী হিসেবে প্রথম পুরস্কার জিতেছেন তিনি। পুরস্কার হিসেবে পেয়েছেন দেড় কোটি আমিরাতি দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যা ৪৪ কোটি ৮২ লাখ টাকার বেশি।
বিগ টিকিট জয়ের খবর দেয়ার জন্য লটারি কর্তৃপক্ষের একজন প্রতিনিধি রাজীবকে ফোন করলেও, তিনি কোনোভাবেই তা বিশ্বাস করতে পারছিলেন না।
রাজীব বলেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না!’ গ্র্যান্ড পুরস্কার জয়কে একেবারে স্বপ্নাতীত বলে অভিহিত করেছেন তিনি। ভারতীয় এই প্রবাসী গত তিন বছর ধরে বিগ টিকিট র্যাফেল ড্রয়ের টিকিট কিনে আসছেন।
দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে আমিরাতের আল-আইনে বসবাস করেন রাজীব। ঘনিষ্ঠ ২০ বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে ওই টিকিট কিনেছিলেন তিনি। ভারতীয় এই প্রবাসী বলেন, আমি কখনোই কল্পনা করিনি যে আমি গ্র্যান্ড পুরস্কার জিতব। এটা সত্যিই এক স্বপ্ন।
Leave a Reply