
মাহফুজ হাসান,বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নতুন ফসল হিসাবে ভুট্টা চাষে সফলতা আসতে শুরু করেছে। কয়েক বছর আগে যেখানে হাতে গুনা কয়েক জন ভুট্টাচাষী ছিলো,বর্তমানে দিগন্তজোড়া ভূট্টা আবাদ। কৃষি অফিস সূত্রমতে, চলতি বছর ৫৭০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। ফলনও হয়েছে অনেক ভালো। ইটনা সদরের ভুট্টা চাষী মোজাম্মেল হক বলেন, আমি এ বছর ২ একর ৭০ শতাংশ জমিতে ভুট্টা চাষ করেছি। খুব ভালো ফসল হয়েছে। হাজারীকান্দার ভুট্টা চাষী শাহাবুদ্দিন বলেন, আমি এ বছর ৪ একর জমিতে ভুট্টা চাষ করেছি।প্রতি একরে ৭০ থেকে ৮০ মণ ফলন হয়েছে। বাজার দরও ভালো পেয়েছি। ইতিমধ্যে আমি প্রতি মন ১৪৩০ টাকা দরে বিক্রি করে দিয়েছি।
ফাল্গুন ও চৈত্র মাসে হাওরে তেমন কোন কাজ না থাকায় এলাকার মানুষ অনেক টা কর্মহীন হয়ে পড়ত। কৃষকেরা ভুট্টা চাষে আগ্রহী হওয়ায় কাজহীন মৌসুমে নতুন কর্মক্ষেত্রের সৃষ্টি হওয়ায় এলাকার দিনমজুর ও ভুট্টার শ্রমিকেরাও অত্যন্ত খুশি। প্রতি দিন ৫০০ থেকে ৬০০ টাকা দৈনিক মজুরিতে ভুট্টা উত্তোলন করছে ভুট্টার শ্রমিকগণ। এ বিষয়ে ইটনা উপজেলা সদর ইউনিয়নের উপ-সহকারী কর্মকর্তা রুবেল হোসেন বলেন, কৃষকেরা ভুট্টা চাষ করে লাভবান হচ্ছে এবং তারা খুব খুশি, তাদেরকে সার্বিক সহযোগীতা করার জন্য আমরা সব সময় প্রস্তুত।
Leave a Reply