প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২২, ৮:২৯ পি.এম
গাইবান্ধা জেলা পরিষদ এর আওয়ামী লীগ প্রার্থী সিদ্দিক চেয়ারম্যান নির্বাচিত

মোঃ ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচন সোমবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক ৫৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার আতা ভোট পেয়েছেন ৫২৩ এবং অপর স্বতন্ত্র প্রার্থী মো. শরিফুল ইসলাম (হেলিকাপ্টার) পেয়েছেন ৫ ভোট ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. অলিউর রহমান বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন ও ৩টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন এবং ৭টি সদস্য পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক (তালগাছ), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার (ঘোড়া) ও স্বতন্ত্র মো. শরিফুল ইসলাম (হেলিকাপ্টার)।
সাত উপজেলায় ৭টি কেন্দ্রে মোট ১ হাজার ১২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে মহিলা ভোটার ২৬৭ ও পুরুষ ৮৫৭ জন। এসব কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ৭ জন, সহকারি প্রিসাইডিং অফিসার ১৪ জন এবং পোলিং অফিসার ২৮ জন তাদের দায়িত্ব পালন করেন।,নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন আওয়ামী লীগ প্রার্থী সিদ্দিক চেয়ারম্যান নির্বাচিত
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube