অনলাইন ডেস্ক :
একটা সময় রাজনৈতিক সংগঠনগুলোর কমিটি বা তার পদবিগুলো ছিল দেশের জনগণের জীবন যুদ্ধের অপর নাম, সংগঠন প্রতিনিধি হয়ে দেশের পক্ষে সংগ্রামের অনুরুপ নাম!! বর্তমানে যা পরিণত হয়েছে শৌর্যবীর্য অর্থবিত্ত আতিশয্য আভিজাত্যে সম্পদ ক্ষমতার লোভ আর অহংকারে!!
রকমারি রঙ্গের বাহারে নেতাকর্মীদের জীবনকে রাঙ্গানোর নামই আজ কমিটি!! যার পিছনে ছুটতে বিশাল পরিমাণের অর্থসম্পদ আতিশয্য আভিজাত্যের প্রয়োজন!! লবিং বাবদ সঞ্চিত লক্ষ লক্ষ টাকার ব্যাংক তহবিল লক্ষ টাকার ব্যানার ফেষ্টুন আর গিফটমানীর প্রয়োজন!! সে এক রাজাবাদশাদের কাজ কারবার!!
বাস্তবতাকে স্বীকার করে যে অস্থির দৌড়ঝাঁপ থেকে পিছটান দিয়েছি আগেই!! প্রতিনিয়ত জীবন সংগ্রামে লিপ্ত মধ্যবিত্ত পরিবারের ছেলেদের যেখানে ছুটে চলা অহেতুক অযাচিত!! তবুও সংগঠনের কমিটির কথা উঠতে কান যেন নিজে নিজে পেতে বসে!! মাঝনদীতে দূরের নৌকায় হেলতে দুলতে থাকা হ্যারিকেনের নিভুনিভু আলোর মতো মনের ক্ষীণ আশাটিও টিমটিম করে জ্বলে!!
ধনতান্ত্রিক অসামঞ্জস্যপূর্ণ এই প্রতিযোগিতার সব উপাদানে সিদ্ধহস্তদের মধ্যেও বের হয়ে আসবে মন্দের সর্বোচ্চ ভালো কেউ কেউ!! পুঁজি তুলে নেওয়ার সাথে সাথে কিঞ্চিৎ হলেও মনোনিবেশ করবে দেশ ও জনগণে, দৃঢ়চেতা শেখ হাসিনা আর অপার সম্ভাবনার বাংলাদেশে, হাজার বছর ধরে পথচলা বাঙ্গালীর চির-উন্নত শির বঙ্গবন্ধু আর মহান মুক্তিযুদ্ধে!!
“জীবনের রঙে মনকে টানে না,ফুলের ওই গন্ধ কেমন জানিনা, জোছনার দৃশ্য চোখে পড়ে না, তারাও তো ভুলে কভু ডাকে না।
বৈশাখের ওই রুদ্র ঝড়ে,আকাশ যখন ভেঙ্গে পড়ে’
ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায়। হাতছানি দেয় বিদ্যুৎ আমায়, হঠাৎ কে যে শঙ্খ শোনায়, দেখি ওই ভোরের পাখি গায়।
তবু তরী বাইতে হবে,খেয়া পাড়ি দিতেই হবে,
যতই ঝড় উঠুক সাগরে।”
হোসাইন চৌধুরী
স্কুলছাত্র বিষয়ক সম্পাদক,
বাংলাদেশ ছাত্রলীগ,সিলেট জেলা শাখা।
Leave a Reply