প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ১০:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২০, ২:২১ এ.এম
এনায়েত উল্লাহ আব্বাসিকে মোবারকবাদ জানিয়েছেন মিজানুর রাহমান আজহারি ।

হযরত মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসি গত ২০ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অনলাইন চ্যানেলে লাইভ এসে বর্তমানে বাংলাদেশের সকল পরিস্থিতি নিয়ে লাইভ বা টকশো করেন এমন একজন ব্যাক্তি জনাব শাহরিয়ার কবির এর সাথে ইসলামে ভাস্কর্যের কি -ইত্যাদি বিষয়ে আলাপ আলোচনা করেন মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসি। জনাব আব্বাসিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে অনেক প্রসংশা করে যাচ্ছেন অনেকেই,। শেষ মুহূর্তে প্রবাস থেকে হযরত মাওলানা মিজানুর রহমান আজহারি তাহার ফেইসবুক পেইজে এনায়েত উল্লাহ আব্বাসিকে ধন্যবাদ জানিয়ে ফেইসবুকে স্টেটাস দেন। পাঠকের জন্যে আজহারির ফেইসবুক পোস্ট নিছে তুলে দরা হল।
মুহতারাম এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে মোবারকবাদ। সকল ইসলামপন্থীর প্রতি দরদ রেখে ইসলামকে রিপ্রেজেন্ট করলে, এভাবেই সর্বমহল থেকে এপ্রিসিয়েশন অর্জিত হয় এবং এতে করে ইসলামের জন্য ঐক্যবদ্ধ হওয়ার উপলক্ষ্য তৈরী হয়। আর দলমত নির্বিশেষে ইসলামের জন্য তাওহিদপ্ন্থীরাও এভাবে সব একাকার হয়ে যায়। উম্মাহ দরদী না হয়ে, উম্মাহকে ঐক্যবদ্ধ করা এবং উজ্জীবিত করা অসম্ভব।
প্রত্যেক ইনফ্লুয়েন্সিয়াল আলেম ও দ্বা’য়ীদের উচিত— তাদের ইনফ্লুয়েন্সকে কাজে লাগিয়ে, এদেশের লোকদের মাইন্ডসেট পরিবর্তন করা। ইসলামের ব্যাপারে পজেটিভ মাইন্ডসেট তৈরী করা। আপনাকে জাগতে হবে, জাগাতে হবে এবং ভ্যালু ক্রিয়েট করতে হবে, তা নাহলে লোকজন আপনাকে শুনবে না, মানবেও না। আর সেটা হবে গবেষণাধর্মী, সমাজমুখী এবং উৎপাদনমুখী কাজের মাধ্যমে। আলেম ওলামাদের কুরআন সুন্নাহর জ্ঞানের পাশাপাশি কনভেনশনাল জ্ঞানেও সমানভাবে দক্ষ হতে হবে।
চলমান জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের আলেম ওলামাদের তেমন কোন প্রজেক্ট নেই ,কারন তারা নিজেরা নিজেদের মধ্যেই চ্যালেঞ্জ ছুঁড়তে বেশী ভালবাসে। কাফির, বাতিল এবং ইহুদিদের দালাল— এই ডায়লগগুলো যেন একশ্রেণীর আলেম ওলামাদের ঠোঁটে সবসময় লেগে থাকে। এসব থেকে ফিরে আসতে হবে। অনেক হয়েছে, আর না। একে অন্যকে শত্রু জ্ঞান না করে “রুহামাউ বাইনাহুম” তথা একে অন্যের প্রতি কোমল ও সৌহার্দপূর্ণ হতে হবে। সকল ইসলামপন্থীদের প্রতি হৃদয়ভরা দরদ নিয়েই, এক সাথে ইসলামের জন্য কাজ করে যেতে হবে।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube