অনলাইন সংবাদঃ
এমসি কলেজ মাঠ থেকে পশুর হাট বাতিলের লক্ষ্য সামনে থেকে আন্দোলনে নেতৃত্ব দেওয়া অন্যতম ছাত্রনেতা ও কলামিস্ট ইশতিয়াক চৌধুরী বর্তমান টিলাগড় এমসির গেইটের বাইরে গরু বাজার প্রসংগে তার ব্যাক্তিগত ফেসবুক টাইম লাইনে লিখেন…….
বাসার গেইট বা তালা কেন লাগান? বাহির ভিতরের তফাৎ যদি নাই বুঝেন??
কাজেই অতি পলিটিক্স মূলক উস্কানি দিয়ে লাভ নাই, লিখায় ৭০% ভেজাল আছে যার গেইট শব্দে একটি উদাহারণ তুলে ধরলাম মাত্র।
মনে রাখবেন টিলাগড়, নিজ অস্থিত ও অধিকার আদায়ের লক্ষ্য
কলম নামক অস্ত্র টি হাতে নিয়ে অন্যায় ক্ষমতার বিরুদ্ধে টিলাগড় ও নিজ অস্থিত রক্ষায়
ক্ষমতার বিপক্ষে ৬ নং নাম্বার বিপদ সংকেত হয়ে পাহাড়ায় আছি।
মাঠে না খেললেও যুক্তিক এবং ন্যায্যতা আদায়ে আমার অতিত থেকে বর্তমান ক্ষমতার কাছে শুন্য অবস্থায় দাড়িয়ে হারার কুনু রেকর্ড নেই।
Leave a Reply