প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৪:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২২, ৯:৩৮ পি.এম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষ্ণচূড়া ও তালবীজ রোপন।

মাহফুজ হাসান,কিশোরগঞ্জ প্রতিনিধি:-
❝বনজ- ফলজ ঔষধি বৃক্ষ রোপণ করিয়া চলো সবাই গড়ে তুলি লাল সবুজের-পাকুন্দিয়া❞
-এই প্রাতিপদ্যকে সামনে রেখে সত্য সুন্দরের পথে পজিটিভ পাকুন্দিয়া গড়ার প্রত্যয়ে পাকুন্দিয়াব্যাপী কৃষ্ণচূড়া ও তালবীজ রোপন কর্মসূচির আয়োজন করেন পাকুন্দিয়ার জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম ভয়েস অব পাকুন্দিয়া।
ভয়েস অব পাকুন্দিয়ার উদ্যোগকে সাদরে গ্রহণ করে বাস্তবায়নে অবদান রাখছেন মানবতা ব্লাড ডোনার ক্লাব, অনার্স মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠন সহ আরও বেশ কয়েকটি সামাজিক সংগঠন।
৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সেমিনার কক্ষে রকিবুদ্দিন মোসায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরী।
ভয়েস অব পাকুন্দিয়ার ক্রিয়েটর এন্ড এডমিন এনামুল হক রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২য় বিশ্ব যুদ্ধে অংশগ্রহণকারী জীবিত সৈনিক আঃ মান্নান, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাদিউল ইসলাম হাদী,হোসেন্দী আদর্শ কলেজের প্রভাষক, রেজাউল করিম, সহকারী অধ্যাপক মনিরুল আলম, ঢাকাস্থ - পাকুন্দিয়া -কটিয়াদি সম্মিলিত যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক নোমান মোল্লা, হাজী জাফর আলী কলেজের প্রদর্শক আতাউর রহমান সোহাগ,
ইঞ্জিনিয়ার রুহুল আমিন প্রমুখ।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন প্যানেলের আরিফুর রহমান, মাহমুদুর রহমান ও রাসেল আহম্মেদ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন পাকুন্দিয়ার মানবতা ব্লাড ডোনার ক্লাব- এর সম্মানিত ক্রিয়েটর এন্ড চীফ এডমিন জি এম মাহবুব আলম ও তার টিমবৃন্দ।
এছাড়াও পাকুন্দিয়ার আরও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube