কিশোরগঞ্জের তাড়াইলে কাঠের বাইসাইকেল তৈরি করে চমক সৃষ্টি করেছেন এক যুবক।শখের বসে কাঠ দিয়ে বানালেন বাইসাইকেল।পেশায় তিনি কাঠ মিস্ত্রি।জেলার তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে সোহাগ।
কাঠ দিয়ে বাইসাইকেল বানিয়ে এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন কাঠমিস্ত্রী। জানা যায়,সাইকেলটি তৈরি করতে ১৫-২০ দিন সময় লেগেছে,খরচ হয়েছে ৬০০০ টাকা।
সরেজমিনে দেখা যায়, তার কাঠের বাইসাইকেল চালিয়ে কিশোরগঞ্জ সদর কলাপাড়া মোড়ে আসলে উৎসুক জনতা সাইকেলটি দেখতে ভিড় করে।
সোহাগের এমন শিল্পকর্মে মুগ্ধ স্থানীয়রাও।বাইসাইকেলটি চালিয়ে বাড়ী থেকে বের হতেই ঘিরে ধরে উৎসুক জনতা।দর্শনার্থীদের ভূয়সী প্রশংসার কেন্দ্রবিন্দু কাঠমিস্ত্রী সোহাগ।বাইসাইকেল হলেও এটি দেখতে অবিকল মোটরসাইকেলের মতো।
কাঠমিস্ত্রি সোহাগ জানান, কাঠমিস্ত্রী কাজ বেশি থাকার কারণে প্রতিদিন কাজের ফাঁকে ফাঁকে এই সাইকেলটি তৈরি করেছি।
সুনির্দিষ্ট পৃষ্ঠপোষকতা পেলে সোহাগের মত এমন বিরল প্রতিভাবান ছেলে বিকশিত হতে পারে অনায়াসে এমনটি ধারণা সর্বস্তরের মানুষের।
স্থানীয় সরকার প্রশাসন ও উদ্যোগী ব্যক্তিরা যদি সোহাগের মেধাকে মূল্যায়ন করেন, তবে সে তার উদ্ভাবনকে আরো সামনে এগিয়ে নিতে পারবে। সমৃদ্ধি পাবে শিল্প, সময়ের বিবর্তনে এলাকা ছাপিয়ে দেশের সুনাম ছড়িয়ে পড়বে বিশ্বে, এমনটাই মনে করছেন সচেতনরা।
Leave a Reply