দৈনিক বাংলা সংবাদ:
বাণিজ্য মন্ত্রনালয়ের টিও লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী সংগঠন ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই -এর নিয়ন্ত্রনাধীন সংগঠন বাংলাদেশ পেপার কোন এন্ড টিউব ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বিপিসিটিএমএ) -এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগঠনের সাবেক সহ-সভাপতি (অর্থ) ও অনলাইন নিউজ পোর্টালের ব্যবস্থাপনা সম্পাদক মিজানুর রশিদ রাসেল।
রবিবার (১০ অক্টোবর) খন্দকার ট্রেড সেন্টারে নির্বাচনী ফলাফল ঘোষনা করে এই তথ্য জানিয়েছেন বিপিসিটিএমএ -এর নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন ও নির্বাচন বোর্ডের সদস্য আবুল বাসার।
উক্ত নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল হালিম সরকার তুহিন।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আকবর আলী, সহ-সভাপতি পদে মোশারফ হোসেন সানী ও মোঃ মহসিন মোল্লা, সহ-সভাপতি (অর্থ) পদে মোঃ জাহাঙ্গীর আলম।
পরিচালক পদে বিজয়ীরা হলেন হাজ্বী ফরিদ মিয়া, আবুল কালাম আজাদ, মোঃ কামাল হোসেন, মোঃ মমিনুর, আনিসুল ইসলাম পলাশ, ফয়েজ আহমেদ ও হাসান আল মামুন।
এছাড়া বিপিসিটিএমএ -এর নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআই -এর সহ-সভাপতি আমিন হেলালী। নির্বাচন আপিল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদ আহমেদ ও শহীদ সারোয়ার।
প্রসঙ্গত, বিপিসিটিএমএ -এর সাধারণ সম্পাদক মিজানুর রশিদ রাসেল ২২ বছর বয়সে পেপার কোন প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসার হাতেখড়ি হয়। এর আগে তিনি সংগঠনটির ২০১৪-২০১৬ ও ২০১৬-২০১৮ মেয়াদে সহ-সভাপতি (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই -এর ২০১৫-২০১৭ ও ২০১৭-২০১৯ মেয়াদে সাধারণ পরিষদের সদস্য ছিলেন। ছাত্র জীবনে তিনি সরকারী গ্রাফিক আর্টস ইন্সটিটিউট -এর ছাত্র সংসদের ২০০২-২০০৩ ও ২০০৩-২০০৪ মেয়াদে সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ২০১৫ সালে মিডিয়ার সাথে যুক্ত হয়ে অনলাইন নিউজ পোর্টাল সময় সংবাদ.কম প্রতিষ্ঠা করেন এবং ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহন করেন। ২০১৯-২০২১ মেয়াদে অনলাইন প্রেস ইউনিটি’র মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com