মোঃআঃ জলিল মন্ডল (গাইবান্ধা) প্রতিনিধি,
গাইবান্ধার সদর উপজেলার উজির ধরনীবাড়ী ৮১ নং রেলগেট স্হায়ী ভাবে নির্মানের দাবীতে গতকাল শনিবার সকালে এলাকার উৎসুক জনতা লোকাল ট্রেন আটক করে মানববন্ধন করেছে।এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন,বীব মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান ও হাবিবুর রহমান,বক্তব্যে বলেন, লালমনির হাট হতে সান্তাহার ও ঢাকা, রংপুর হতে ঢাকা অভিমুখে ছয়টি ট্রেন নিয়মিত যাতায়াত করে।কিন্তু উজির ধরনাবাড়ীর রেলগেট টি অরক্ষিত হওয়ায় প্রায়ই তরতাজা জীবন দিতে হচ্ছে। লক্ষিপুর হাটের দিন হলে এগেটের উপর দিয়ে দিনভর হাজারের হাজার মানূুষ পথচারী হয়ে যাতায়াত করছেন ট্রেনে কাটা পরার আতংক নিয়ে, অনাকাঙ্ক্ষিত রেল দূঘর্টনা রোধে ৮১ নং গেটম্যান দিচ্ছেন না রেল কতৃপক্ষ। তাই এলাকাবাসির দাবী কোন মতো রেল কতৃপক্ষের সারা না পাওয়ায় দূঘটনার হতাসায় থাকছেন এলাকাবাসি।
Leave a Reply