মোঃআঃ জলিল মন্ডল (গাইবান্ধা) প্রতিনিধি, গাইবান্ধার ফুলছড়ি উপজেলা উদাখালী গ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষন, ধর্ষককে গ্রেফতার ও বিচারের দাবীতে শনিবার বিকালে রবিদাস ফোরামের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে রবিদাস ফোরামের সভাপতি, রতন রবিদাস, ছাত্রনেতা সুজন রবিদাস, সুবল রবিদাস, দিলিপ রবিদাস, বক্তব্যে বলেন,একই গ্রামের ময়নাল মিয়া,দীর্ঘদিন ধরে রবিদাস তরুনীকে নানান প্রলোভন দেখিয়ে ধর্ষন করে আসছিলো।এরই একপর্যায়ে তরুনী গর্ভবতী হওযায়, ময়নালের শশ্তুর লোকজন তরুনীকে গাইবান্ধা সদর হাসপাতালে এনে গর্ভপাত করায়।ঘর্টনা জানাজানি হলে তরুনীর নিরব দাস বাদী হয়ে ফুলছড়ি থানায় মামলা দায়ের করেন।ধর্ষককে গ্রেফতার না করায় গাইবান্ধা শহরে হকাস মার্কেটের সামনে মানববন্ধন করেন।
Leave a Reply