মোঃআঃ জলিল মন্ডল (গাইবান্ধা) প্রতিনিধি :
গাইবান্ধার ৫ আসনের উপ-নির্বাচনে ভোটে অনিযমের কারর্ণে ভোট গ্রহন স্থগিত করেছে নির্বাচন কমিশন,গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা দুটি উপজেলা মিলে জাতীয় সংসদের ৫ আসন,এআসনে১৮ সালে নির্বাচনে জাতীয় নির্বাচনে এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি মারা যাওয়ার পর আসনটি শুন্য ঘোষনা করে ১২ তারিখ বুধবার নির্বাচনের তফশিল ঘোষনা করেন নির্বাচন কমিশন (সিইসি) ঘোষনা অনুযায়ী ৫ জন প্রার্থী প্রতিন্দিতা করেন,তারা হলেন,আওয়ামীলিগের মনোনিত,মোঃ মাহমুদ হাসান,জাতীয় পাটির এইচ এম গোলাম শহীদ রন্জু,বিকল্পধারা”র জাহাঙ্গীর আলম,স্বতন্ত্র প্রার্থী, সৈয়দ মাহবুবার রহমান,এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাক্ষ ৩৯ হাজার ৭৪৩ জন। ভোট গ্রহনের প্রস্থাতি নিয়ন্ত্রয়নের বাহিরে চলে যাওয়ার কারনে দুপুর দুইটার দিকে ভোট গ্রহন স্থগিত করেন (সিএইসি)স্হানীয় সুত্রে জানা যায়,কিছু দূবৃত্ত ভোট ডাকাতী করার জন্য কেন্দ্রে কেন্দ্র জাল ভোট দেয়ার পায়তারা করে,সিইসি সরাসরি সিসি ক্যামেরা মাধ্যমে ভোটের অনিযম দেখায় বন্ধের নেন।
Leave a Reply