জাহিদ হোসেন জনি: গাজীপুরে আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে জমে উঠেছে কাঁচা ঘাসের বাজার।
সম্প্রতি টঙ্গী বাজারে এ চিত্র দেখা গেছে। ভোর হতে না হতেই ঘাসের স্তূপ দেখা যায় এখানে। বিভিন্ন এলাকার মানুষ এখানে আসেন ঘাস কিনতে। গরু-ছাগলের খাদ্য হিসেবে পরিচিত ঘাসের মধ্যে নেপিয়ার, দুর্বাঘাস, গর্বাঘাসসহ আরও অনেক রকমের ঘাস বিক্রি হয় এ বাজারে।
বাজারটিতে অন্যান্য ঘাসের সঙ্গে কাঁঠাল পাতাও বিক্রি হচ্ছে। এ বাজার একসময় টাটকা মাছের বাজার হিসেবে পরিচিত লাভ করলেও বর্তমানে এটি ‘ঘাসের বাজার’ হিসেবে পরিচিতি লাভ করেছে। এ বাজারে প্রতি আঁটি ঘাস বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। এক আঁটি কাঁঠাল পাতা ৩০ টাকা, নেপিয়ার ঘাস প্রকার ভেদে ৩০-৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
প্রতিদিন গড়ে ৫০০-৬০০ টাকা উপার্জন হচ্ছে বিক্রেতাদের ।
ঘাস কিনতে আসা মমিনুল হক বলেন, সামনে কোরবানির ঈদ। আমার বড় ধরনের দুইটি ব্রাহামা জাতের ষাঁড় রয়েছে। আমি প্রায়ই এ বাজার থেকে ঘাস কিনি। আজ ৯০ টাকা দিয়ে তিন আঁটি ঘাস কিনেছি।
তিনি আরও বলেন, যাদের জমি আছে, তারা তো ঘাস চাষ করছেন। আবার যাদের নেই, তারা বাজার থেকে ঘাস কিনে গবাদিপশুকে খাওয়াচ্ছেন। শুকনা বিচালি ও খড়ের তুলনায় সবুজ ঘাসে প্রচুর ভিটামিন রয়েছে। গরুর খাবারের চাহিদা পূরণে এই ঘাস উপকারী। এই ঘাস পশুর রোগ প্রতিরোধক্ষমতা ও মাংস বৃদ্ধিতে সহায়তা করে। সুস্থ-সবল পশু পালনে সবুজ ঘাসের গ্রহণযোগ্যতা বেড়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com