প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২২, ৩:৫৪ এ.এম
চীনা রাষ্ট্রদূতের বড়পুকুরিয়া কয়লাখনি ও তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন

অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশস্থ চীনা রাষ্ট্রদূত লি জিমিং গতকাল মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনি এবং কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। চীনা রাষ্ট্রদূত লি জিমিং সকাল ১১ টায় বড়পুকুরিয়া কয়লাখনিতে আসলে খনি কর্তৃপক্ষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এরপর রাষ্ট্রদূত কয়লাখনির বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে খনির উৎপাদন ও উন্নয়ন কাজে নিয়োজিত চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোর্টিয়ামের চীনা কর্মকর্তা সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এরপর দুপুর ১২টায় কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে তাপবিদ্যুৎ কেন্দ্রের চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান হারবিন এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার, মহাব্যবস্থাপক (জিএম-অর্থ) গোপাল চন্দ্র সাহা, তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এসএম ওয়াজেদ আলী সরদার, ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান আসাদ, বড়পুকুরিয়া কয়লাখনির চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি’র সিইও চিনা কর্মকর্তা মি. চাও চি হু, মি. ঊ, ছাং ইয়ুয়ে, লি তা হাই, চাং লি চি, লিউ ফাং প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে দুপুর ২ টার দিকে চীনা রাষ্ট্রদূত লি জিমিং সৈয়দপুর বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দেন।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার বলেন, চীনা রাষ্ট্রদূত লি জিমিং খনির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে খনির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। সভায় খনি উন্নয়ন কার্যক্রম বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আগামীতেও খনির উৎপাদন ও উন্নয়ন কাজে চীনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube