উজ্জ্বল ভূঁইয়া:
১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস,বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে
কনকাপৈত ইউনিয়ন এর চেয়ারম্যান জাফর ইকবালের পক্ষ থেকে,জাতীয় শোক দিবস পালনে রইল অসংখ্য শ্রদ্ধা ও সম্মান।
শনিবার কনকাপৈত ইউনিয়ন মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শোক দিবস পালন করা হয়। শোক দিবসে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ওলামালীগের সাধারণ সম্পাদক হাফেজ বিল্লাল পাটোয়ারী, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও কনকাপৈত ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ফয়েজুন্নেছা, ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহ আলম পাটোয়ারী, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাস্টার ওয়ালী উল্লাহ, যুগ্ম- সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন মেম্বার, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন (মুকুল), আ’লীগ নেতা এবিএম জাফর আহম্মদ (মানিক), চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক সদস্য জিয়াউল হক (জিয়া), কনকাপৈত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (শাহিন), সাংগঠনিক সম্পাদক ও ১ নং প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসেন (ভুট্টু) সহ- সভাপতি ও ২নং প্যানেল চেয়ারম্যান সোহেল আলম মজুমদার, সাংগঠনিক সম্পাদক ও ৯নং ওয়ার্ডের মেম্বার ফারুক বেপারী, কনকাপৈত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল ফরিদ, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন শাকিল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজরুল ইসলাম মজুমদার সহ কনকাপৈত ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শোক দিবসে বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল বলেন। জাতীয় শোক দিবস বাঙালি জাতির শোকের দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। জাতির জনককে সপরিবারে নির্মম-নিষ্ঠুরভাবে হত্যার ৪৫ বছর। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোর রাতে রাজধানী ঢাকায় ধানমন্ডির ৩২ নং বাসায় সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করে এ দিনটি। তবে এবার বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান চেয়ারম্যান
সাংবাদিকদের বলেন, স্বাধীন বাংলা মানে,বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। আমার রাজনীতি হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শে, কারণ জাতির জনকের সেদিনের কিছু উশৃংখল সেনা সদস্য গুলিতে বঙ্গবন্ধুর মৃত্যু কে মেনে নিতে পারিনি এবং কখনো পারবো না।
বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত করাই মাননীয় প্রধানমন্ত্রীর একমাত্র কাজ। তাই মাননীয় প্রধানমন্ত্রীর হাত কে আরো শক্তিশালী করেই আমরা এগিয়ে যাবো বিশ্বের দরবারে। আমরা বাঙালি আমরা গর্বিত। তাই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ১৮ কোটি মানুষকে সাথে নিয়ে। উন্নয়নের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com