দিনাজপুর: গতকাল ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে আনসার আল ইসলামের দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দিনাজপুরে আদালত প্রাঙ্গনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশ ।আদালতের প্রবেশদ্বারে বসানো হয়েছে চেকপোস্ট।
দিনাজপুরে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, গতকালের ঘটনায় আমরা দিনাজপুর আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। সন্দেহভাজন যানবাহন ও মানুষকে তল্লাশি করা হচ্ছে। পুরো আদালত প্রাঙ্গণকে নিশ্চিদ্র বলায়ের মধ্যে আনা হয়েছে।
দিনাজপুরের পাবলিক প্রসিকিউটর এডভোকেট রবিউল ইসলাম রবি জানান, আজ সকাল থেকে আদালত প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজন যানবাহন ও মানুষদের তল্লাশি করা হচ্ছে। এত করে আদালতের নিরাপত্তা সুরক্ষিত হবে বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে দিনাজপুরে জঙ্গি সম্পৃক্ততার দায়ে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে।
Leave a Reply