মোঃখাদেমুল ইসলাম, দিনাজপুর ॥
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান কৃষকদের কল্যাণের জন্য বার বার তাগিদ দিয়ে গেছেন।প্রধানমন্ত্রী শেখহাসিনার সরকার সে ধারাকে আরও বেগবাগ করতে বদ্ধপরিকর। এ দেশের দরিদ্র কৃষকদের কথা চিন্তাকরে শেখ হাসিনার সরকার ভুর্তুকি দিয়ে কৃষকদের মাঝে সার, বীজ,কীটনাশকসহ কৃষি উপকরণবিতরণ করছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সহযোগিতা ও আপনাদের অক্লান্ত পরিশ্রমেরকারনে বাংলাদেশে আজ খাদ্য উৎপাদনে সয়ংসম্পুর্ণ।রোববার (২০ নভেম্বর ২০২২) বিকেলে কাহারোল উপজেলাপরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে গম,ভুট্টা, সরিষা, সূর্যমূখী, শীতকালীন পেঁয়াজ ও মুগডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেকৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ওরাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানেঅতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বেবিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, উপজেলা কৃষিঅফিসার আবু মো. সাদেক, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব বাগচী, কাহারোল উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, বঙ্গবন্ধু সৈনিকলীগের জেলা শাখারসভাপতি মো. কামাল হোসেন।পরে উপজেলার হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয় ওউপজেলা প্রশাসন এর আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক ক্ষুদ্র-নৃগোষ্ঠীসম্প্রদায়ের জীবনমান উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের মাঝে উপবৃত্তি এবং ভিক্ষুক পুর্ণবাসন ও বিকল্পকর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকারভোগীর মাঝে অনুদানের চেক বিতরণ করেন এমপি গোপাল।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com