নিজস্ব প্রতিনিধিঃ
পুলিশ হবে জনগণ বান্ধব, পুলিশ হবে জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা,পুলিশ হবে জনগণের শান্তি শৃঙ্খলা বজায়ের আশ্রয় প্রশ্রয়ের একটি নিরাপদ ঠিকানা, সেখানে আমরা কি দেখতে পাই অত্যান্ত দুঃখজনক আমাদের ভাগ্যের নির্মম পরিহাস একজন নিরপরাধ রায়হান কে পিটিয়ে হত্যা করতে মোটেই কুন্ঠা বোধ করলো না পুলিশ, ঐ কুখ্যাত আকবররা গোটা জাতির জন্য হুমকি সরূপ, আমরা পুলিশের কাছ থেকে এধরনের আচরণ আশা করতে পারি না,
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক গিয়াস আহমেদ এক যুক্ত বিবৃতিতে রায়হানের হত্যাকারী আকবরের দৃষ্টান্ত মূলক শাস্তির পাশাপাশি পুলিশ বাহিনীর মধ্যে আর যেন কোন আকবর প্রদীপের আগমন না ঘটে, আর যেন কোন রায়হান আমাদের মাঝ থেকে পুলিশ কেড়ে নিয়ে না যায়।
Leave a Reply