দিনাজপুর: জেল হত্যা দিবস উপলক্ষে দিনাজপুরে জাতির জনক ও চার নেতার প্রতিকৃতিতে পুষ্পর্গ অর্পণ করেছে দিনাজপুর কোতোয়ালি ও পৌর আওয়ামী লীগ।
আজ সকালে শহরের সদর হাসপাতালে সামনে চার নেতার প্রতিকৃতিতে প্রথমে পুষ্পর্গ অর্পণ করেন সদর উপজেলা আওয়ামী লীগ। এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে চার নেতার প্রতিকৃতিতে
পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম শামীম আহসান বাবু ও সেক্রেটারি এনামুল্লা জেমী সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply