প্রিন্ট এর তারিখঃ মে ১৯, ২০২৫, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৩, ৪:১০ পি.এম
তারাকান্দায় ধান মাড়াই শুরু :ফলনে হাসছে কৃষক।

মাহফুজ হাসান,বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের তারকান্দা জুড়ে বোরো ধান কাটা, মাড়াই শুরু হয়েছে। আকাশের আবহাওয়া অনুকূলে থাকায় ধান ও খড় ভালো ভাবে শুকিয়ে বাড়িতে তুলতে পারছেন এ উপজেলার বোরো চাষিরা। আশা করা যাচ্ছে সপ্তাহ দু-এক দিনের মধ্যে সব বোরো ধান কাটা ও মাড়াই করে সুষ্ঠু ভাবে ঘরে তুলতে পারবেন কৃষকরা। প্রতি বছরের ন্যায় এ বছর বোরো ধানের বাম্পার ফলন পাচ্ছেন কৃষকেরা। উপজেলার বিভিন্ন বোরো ধানের মাঠ ঘুরে দেখা গেছে,প্রায় বোরো জমির ধান পেকে সোনালী রঙে শোভা ছড়িয়ে দুলছে জমিতে।
অন্যদিকে আলু উত্তোলনের জমিতে লাগানো বোরো ধান সুবজ হয়ে বেড়ে উঠছে। বেশকিছু কৃষক জানান,এখনো বহিরাগত শ্রমিকরা না আসায় এলাকার শ্রমিক দিয়ে ধান কাটতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে কৃষকদের। বহিরাগত শ্রমিকরা না আসায় স্থানীয় শ্রমিকরা নিজেদের ইচ্ছে মতো শ্রমের মূল্য বাড়িয়ে কেউ পাইট হিসেবে কেউ জমি ঠিকা নিয়ে করছেন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। তবে আসা করা যাচ্ছে দু’এক দিনের মধ্যে বহিরাগত শ্রমিকরা চলে আসবে। এবছর বোরো ধানের যে পরিমাণ ফলন পাচ্ছেন কৃষকরা তা দু’পাঁচ বছরেও এমন ফলন পাননি। এবছর বোরো জমিতে প্রতি বিঘায় সর্বনিম্ন ৩০থেকে ৩৫ মন করে ফলন হচ্ছে। বাজারে দামও ভালো থাকায় ব্যাপক খুশি হলেও দাম ও আবহাওয়া নিয়ে অনেকটাই সংকিত হয়ে রয়েছে কৃষকরা। এবার লক্ষ্য মাত্রা ছিল ২১৪৫৫ হেক্টর জমি।
তারাকান্দার ধান ব্যবসায়ী বাদশা মিয়া জানান,পাকা ১১শ টাকা মন ধান বিক্রি হচ্ছে। তবে ধানের দাম আরো বাড়বে। আমাদের উপজেলায় কাচা পাকা দুই ধরনের হিসাব হয়। ২৮ কেজিতে কাচা ১ মন, বাজার মুল্য ৭০০ টাকা, আর ৩৭ কেজিতে পাকা ১ মন বাজার মুল্য ১১০০ টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন বলেন,আমাদের লক্ষ্য মাত্রা অর্জন হয়েছে। সেই সাথে কৃষি সম্প্রাসারন কর্মকর্তা ও মাঠ পর্যায় অফিসাররা নিরলসভাবে কাজ করে গেছেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube