দিনাজপুরে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কোভিদ জাহিদ বলেন, দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি চরম আকার ধারণ করেছে। দুর্নীতি ও দুঃশাসনে ভরে গেছে গোটা বাংলাদেশ। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভূমিকা থেকে বাংলাদেশ অনেক দূরে চলে গেছে। আমরা স্বাধীনতার মূল প্রত্যয় কে ভুলে গেছি। ভুলে গেছি লক্ষাধিক শহীদের রক্তে রাঙানো বাংলাদেশের নিরন্ন মানুষের কথা।দেশে এ অবস্থা আর চলতে দেওয়া যায় না।
বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলী সদস্য মোশারফ হোসেন নান্নু বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও আমাদের অধিকারের জন্য আন্দোলন করতে হয়। সরকারের বৈরী আচরণের কারণে বিরোধী দলগুলো তাদের কার্যক্রম যথাযথ পালন করতে ব্যর্থ হচ্ছে। একটি গণতান্ত্রিক সরকারের আচরণ এমন হবার নয়। তাই মানুষের গণতান্ত্রিক মুক্তির জন্য সকল শ্রেণী পেশার মামুন মানুষকে বিভেদ ভুলে একই ছাতার আশ্রয়ে আশ্রয় নিতে হবে ।একই লক্ষ বাস্তবায়নে সমন্বিত ভাবে কাজ করে যেতে হবে। তবেই আমরা আমাদের অভিস্থলকে পৌঁছাতে পারবো।
বাংলাদেশ কম বিপ্লবী কমিউনিস্ট পার্টির দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আক্তার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য রাসেল শাহীন সহ জেলার উপজেলা থেকে আগত দলের কর্মীরা।
কর্মী সভাটি পরিচালনা করেন কমরেড আতাউর রহমান।
Leave a Reply