মো: খাদেমুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি।
দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলার চার নং শহর গ্রাম ইউনিয়নের রতনু'র গ্রামের ধানক্ষেত থেকে দেহ বিহীন এক শিশুর মাথা উদ্ধার করেছে বিরল থানা পুলিশ। আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শিশুর দেহবিহীন মাথাটি উদ্ধার করা হয়।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল হাসান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে ঘটনায়স্থল থেকে দেহ বিহীন ওই শিশুর মাথা উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত শিশুটির পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
এলাকাবাসী বলেন, আজ সন্ধ্যার কিছু আগে কয়েকজন মহিলা কৃষক আক্তার হোসেনের ধানক্ষেতের মাঠে ঘাস কাটতে যেয়ে দেহ বিহীন মাথাটি দেখতে পায়। সাথে সাথে বিরল থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর দেহবিহীন মাথাটি উদ্ধার করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির পরিচয় সনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com