প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২২, ৫:৩৭ পি.এম
দিনাজপুরের বিরলে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নে এক শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ সকালে মঙ্গলপুর বাজার সংলগ্ন মোহনা মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এ সময় বক্তারা বলেন ,গেল ২৬ নভেম্বর সন্ধ্যার দিকে মঙ্গলপুর বাজার থেকে পুরাতন ইউনিয়ন পরিষদ এর দিকে যাওয়ার সময় ৪ জন ব্যক্তি উক্ত ইউনিয়নের মোঃ লিটনের ছেলে রিয়াদ হোসেন রাব্বির উপর হামলা চালিয়ে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
এ বিষয়ে রাব্বির বাবা মোহাম্মদ লিটনবাদী হয়ে বিরল থানা একটি অভিযোগ দায়ের করে।
মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ রায়হান বলেন, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। দায়ীদের ধরতে আমরা প্রতিনিয়ত অভিযান অব্যাহত রেখেছি।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube