গেল ২০১৭ সালের ২৮ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর পেয়েছিলেন ২ হাজার ৪৩৩ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিকুল আজাদ মনি পেয়েছিলেন ২ হাজার ৪১১ ভোট এবং আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী মখলেছুর রহমান পেয়েছিলেন ১ হাজার ৫৮৫ ভোট। এই নির্বাচনে বিএনপি অংশ না নিলেও বিএনপিপন্থী প্রার্থী লিয়াকত আলী পেয়েছিলেন মাত্র ৫৭৪ ভোট।
বিশ্লেষকরা বলছে এবার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। পারিপার্শ্বিক অবস্থা সম্পূর্ণ আওয়ামী লীগের অনুকূলে। সেই সাথে গতবারের বিভেদ দ্বন্দ্ব ভুলে এবার একই ছায়াতলে একত্রিত হয়েছে বিরল উপজেলা আওয়ামী লীগ। কাজেই এবারের নির্বাচনে বেশ রক্ত অবস্থানে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর।
বিরল উপজেলার আওয়ামী লীগের প্রবীণ নেতা ইদ্রিস আলী বলেন, গেল বারের নির্বাচনে আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব ও বিভেদের কারণে মাত্র ১২ ভোটে ব্যবধানে আমাদের প্রার্থী বিজয়ী হয়েছিল। কিন্তু এবারে পৌরসভায় আওয়ামী লীগের অবস্থান বেশ শক্ত। সেই সাথে পৌরসভায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে। তাই জনগণ আপাতত আওয়ামী লীগের বিকল্প কাউকে ভাবছে না।
বিরল পৌরসভার ঢেলাপীর এলাকার ভোটার কৃষক জমশেদ আলী বলেন, বর্তমান মেয়র পৌরসভার উন্নয়নে দিনরাত কাজ করেছেন। পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা সহ নানাবিধ উন্নয়নমূলক কর্মকান্ড সাধন করেছেন। কাজেই এবারেও আমাদের পছন্দের তালিকায় নৌকা মার্কা।
পৌরসভার নরোত্তমপুর গ্রামের মাঠে কাজ করে কৃষাণী সুমতি রানী বলেন, “নৌকায় হামার জীবন, নৌকায় হামার প্রাণ। জান চলে গেলেও নৌকাতে ভোট দিম হামরা।”
এ বিষয়ে বিএনপিপন্থী প্রার্থী বাদশামিয়া বলেন, মনোনয়নপত্র দাখিল করেছি। তবে এ বিষয়ে আপাতত কোন মন্তব্য ব্যক্ত করছি না।
এবারের নির্বাচনে মেয়র পদে এ পর্যন্ত মনোনয়ন দাখিল করেছেন তিনজন। সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন দাখিল করেছেন ২৫ জন।
বিরল উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল কুদ্দুস সরকার বলেন, বর্তমানে আবেদন পত্র গুলো যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে বলা যাবে শেষ পর্যন্ত কত জনের মনোনয়ন পত্র সঠিক।
এদিকে বর্তমানে চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই করতে দিন-রাত কাজ করছে স্থানীয় নির্বাচন অফিস। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ১১ই ডিসেম্বর এবং ওই দিনই প্রতীক বরাদ্দ করা হবে প্রার্থীদের। এরপর থেকেই শুরু হবে প্রচার প্রচারণার অংশ হিসেবে প্রার্থীদের দৌড়ঝাপ।
দিনাজপুরের বিরল পৌরসভা গঠিত হয় ২০১১ সালের এপ্রিল মাসের ১৯ তারিখে। ৫.৩০ বর্গ কিলোমিটার নিয়ে গঠিত বিরল পৌরসভার জনসংখ্যা ১৬ হাজার ৮৫১ জন
এর মধ্যে ভোটার প্রায় ৯ হাজার।
Leave a Reply