প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ৫:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২২, ৫:৩৬ পি.এম
দিনাজপুরে অপহ্নত শিশুর মরদেহ উদ্ধার ।পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

দিনাজপুর: দিনাজপুরের খানসামা উপজেলায় মুক্তি পণের দাবিতে অপহ্নত শিশুর হাত বাধা বস্তাবন্দী ও মাটি চাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে আজ দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এই হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ।
সংবাদ সম্মেলনের পুলিশ সুপার জানান, গেল ২ ডিসেম্বর জেলার খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর গ্রামের মোহাম্মদ নাজিমুদ্দিনের পুত্র মোঃ আতিউর রহমান খানসামা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয় মুক্তিপণের দাবিতে তার শিশু পুত্র মোঃ আরিফুজ্জামান (৮) কে অপহরণ করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সহ ডিবির বিভিন্ন সংস্থা অপরাধীকে ধরতে মাঠে নামে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আরিফুজ্জামানের খুব ঘনিষ্ঠ সন্দেহভাজন শরিফুল ইসলামকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
এ সময় ডিবি'র অতিরিক্ত পুলিশ সুপার আসলামউদ্দিন, দিনাজপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার জান্নাত আল মামুন সহজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube