মোঃখাদেমুল ইসলাম, দিনাজপুর।
দিনাজপুর: দিনাজপুরে এই মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২০২২- ২৩ এর উদ্বোধন করা হয়েছে। আজ ১৭ নভেম্বর সকালে শহরের পুলহাট এলাকায় এলএস ডি গোডাউনে অনলাইনে মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এমপি।
এ সময় তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এবারের খাদ্যশস্য ও সংগ্রহ অভিযানে প্রতিটি জেলাকে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান ও চাল সংগ্রহের তাগিদ দেন তিনি। তিনি আরো বলেন, এ মৌসুমী ধানের বাম্পার ফলন হয়েছে ।কৃষকরা বাজারে ধানের দাম জুত সইভাবে পাচ্ছে। বাংলাদেশে কখনো খাদ্য সংকটে পড়বে না।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকি পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন স্তরের কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।
গেল বছর জেলায় ১৪ হাজার ৩২৩ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন ছিল ১ হাজার ৪৮০ মে.টন যা লক্ষ্যমাত্রার ১৩ শতাংশ মাত্র। অপরদিকে চাল সংগ্রহ হয়েছে ৩৫ হাজার ৩৬০ টন। লক্ষ্যমাত্রা ছিলো ৪৯ হাজার টন। এবারেও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হলেও ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার সম্ভাবনাই বেশি বলছে সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com