প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২২, ৩:১৫ এ.এম
দিনাজপুরে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রউফ চৌধুরীর ১৫ তম মৃত্যুবার্ষিকী পালিত

আজ সকালে মরহুমের পারিবারিক গোরস্থানে কবরে পুষ্প ইস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটির সূচনা করেন মরহুমের কনিষ্ঠ পুত্র বর্তমান সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ।পরে একে একে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
এ সময় প্রতিমন্ত্রী বলেন তার পিতা মরহুম আব্দুর রউফ চৌধুরীর প্রতি স্থানীয়দের অফুরন্ত ভালোবাসার জন্য তারা এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞ। মরহুম আব্দুর রউফ চৌধুরীর জীবনাদর্শন থেকে শিক্ষা নিয়ে সবাইকে আগামীতে পথ চলতে হবে।
পরে আব্দুর রউফ ফাউন্ডেশন এর উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। এ সময় বোচাগঞ্জ ও বিরল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জননেতা আব্দুর রৌফ চৌধুরী ১৯৩৭ সালে ২৮ ডিসেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ধনতলা গ্রামে জন্মগ্রহন করেন। রৌফ চৌধুরীর জন্মের ১ বছর পর তার পিতা মারা যান।
১৯৬২ সালে তিনি পঞ্চগড়ের ব্যবসায়ী ইসমাইল হোসেন সরকারের জ্যেষ্ঠ কন্যা রমিজা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মরহুম আব্দুর রৌফ চৌধুরী ২০০৭ সালের ২১ অক্টোবর মুত্যুবরণ করেন। তিনি ৫ কন্যা ও এক পুত্রের জনক। তার একমাত্র ছেলে খালিদ মাহমুদ চৌধুরী এমপি বর্তমান বাংলাদেশ সরকারের নৌ পরিবহণ মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বরত আছেন। পরপর তিনবার দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন খালিদ মাহমুদ চৌধুরী।নির্বাচন মরহুম জননেতা আব্দুর রৌফ চৌধুরী ১৯৯০ সালে বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৬ সালে দিনাজপুর-১ আসন (বীরগঞ্জ-কাহারোল) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়রে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
উচ্চ মাধ্যমিক পড়াকালীন সময়েই তিনি ছাত্র নেতা ছিলেন। ঢাকা কলেজের শিক্ষার্থী থাকা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। বঙ্গবন্ধুর নির্দেশেই তিনি দিনাজপুর এস.এন কলেজের ছাত্র সংসদের প্রতিনিধিত্ব করেন। পাকিস্তান আমলে বৃহত্তর দিনাজপুর (বর্তমান দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় ) জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধের পরপরই ১৯৭২ সালে বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি ছিলেন আব্দুর রৌফ চৌধুরী। তিনি একাধিকবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমটিরি সদস্য ছিলেন। ১৯৯৬ এর পূর্ববর্তী সময়ে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন একাধারে ১৫ বছর। ২০০২ সালে জোট সরকারের শাসন আমলে ১৫ আগস্ট সেতাবগঞ্জে জাতীয় শোক দিবস কর্মসূচীতে পুলিশের বাঁধার সম্মুখীন হয়ে মাথায় গুরুত্বরভাবে আঘাত পান তিনি। এরপর দীর্ঘদিন চিকিৎসায় থেকে সুস্থ্য হয়ে ওঠেন।
১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুান ও ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন। ’৭৫ পরবর্তী সামরিক শাসন বিরোধী আন্দোলনে সামনের কাতারে নেতৃত্ব দেন।
আব্দুর রৌফ চৌধুরী যুদ্ধকালীন সময়ে মুজীব নগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের দূত হিসেবে ছিলেন পূর্বাঞ্চলীয় জোনে। সেই সঙ্গে বোচাগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামে প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বোচাগঞ্জ উপজেলাকে পাক-হানাদার মুক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube