মো: খাদেমুল ইসলাম, দিনাজপুর।
দিনাজপুর :"আদিবাসী বাঙালি এক হও" এমন প্রতিপাদ্যে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।
আজ সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা।
এ সময় জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, আদিবাসীরা দীর্ঘদিন থেকে তাদের অধিকার রক্ষায় আন্দোলন করে আসছি। দীর্ঘদিন ধরে আমরা আমাদের জমির মালিকানা পাচ্ছি না। আদিবাসীদের হত্যার বিচার হচ্ছে না। তাই বর্তমান সরকারকে আদিবাসীদের দাবি পুরন করতে সরকারকে এগিয়ে আসার দাবি জানান তিনি।
জাতীয় আদিবাসী পরিষদের দিনাজপুর জেলা শাখার সভাপতি শীতল মার্ডি বলেন, আদিবাসীরা তাদের নিজস্ব পরিচয় হারিয়ে ফেলেছি। আদিবাসী থেকে তারা এখন ক্ষুদ্র নৃগোষ্ঠীতে পরিণত হয়েছে। এভাবেই হয়তোবা ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাবে আদিবাসীরা।
জাতীয় আদিবাসী পরিষদের দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা রবিউল আউয়াল খোকা বলেন, বর্তমান সরকার আদিবাসীদের পরিচয় নিয়ে নতুন খেলা খেলছে। তাদের আদিবাসী না বলে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলার কথা বলছে। এতে করে সরকারের ঘৃণ্য মানসিকতার বই প্রকাশ ঘটছে যা আদিবাসীদের জন্য একটি বড় রকমের দুঃসংবাদ। মানসিকতার বই প্রকাশ ঘটতেছে
জাতীয় আদিবাসী পরিষদের ছাত্র পরিষদের নেতা সোহেল পিতর বলেন, ২০১৬ সালে ঘোড়াঘাটের বাগদা ফার্মে শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি, রমেশ টুডুর হত্যার বিচার আজও হয়নি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আদিবাসীদের হত্যার কোনো সুষ্ঠু বিচার হয় না। অবিলম্বে এসব হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারে আওতায় আনার দাবি জানান তিনি।
এ সময় জেলার ১৩ উপজেলা থেকে আদিবাসী সংগঠনের নেতা ও আদিবাসীরা মানববন্ধনে অংশ নেয়।