দিনাজপুর প্রতিনিধি ॥ ২১ মার্চ মঙ্গলবার দিনাজপুর শতবর্ষী নাট্য সমিতির মঞ্চে অসাম্প্রদায়ীক ও গণমুখী ইতিহাস চর্চার জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, দিনাজপুর ইউনিটের আয়োজনে এবং বাংলাদেশ ইতিহাস সম্মিলনী, কেন্দ্রীয় কমিটির সার্বিক সহযোগিতায় ‘বিদ্রোহী মার্চ’ শীর্ষক দিনব্যাপী বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইতিহাস সম্মিলনী দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি সুফিয়া নাহার মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনী কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি ও প্রফেসর ড. মোঃ হাসিবুল আলম প্রধান, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোজাম্মেল বিশ^াস, বাংলাদেশ ইতিহাস সম্মিলনী কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আলী ছায়েদ ও রংপুর বিভাগ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার মোঃ রফিক হাছনাইন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনী দিনাজপুর জেলা ইউনিটের সাধারন সম্পাদক বিধান কুমার দত্ত। প্রথম পর্বে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও বাঙালী জাতি রাষ্ট্রের অভ্যুদয় এর উপর আলোচনা করেন ড. মোঃ হাসিবুল আলম প্রধান, সাদিপুর-বিশ^ম্বরপুর গণহত্যার সমিক্ষা নিয়ে আলোচনা করেন অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ান টিটো, বৃহত্তর দিনাজপুরের মুক্তিযুদ্ধের সংগঠনকদের ভুমিকা নিয়ে আলোচনা করেন সহকারী অধ্যাপক আলী ছায়েদ, মুক্তিযুদ্ধে ক্ষতিগ্র¯’ প্রজন্মঃ প্রেক্ষিত দিনাজপুর শীর্ষক আলোচনা করেন প্রভাষক বিধান কুমার দত্ত, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন প্রভাষক প্রশান্ত কুমার সেন, মুক্তিযুদ্ধে দিনাজপুর জেলার রাজনৈতিক আন্দোলন নিয়ে আলোচনা করেন লেখক ও সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, ৭১’র নারী নির্যাতনের চালচিত্রঃ প্রেক্ষিত দিনাজপুর সদর উপজেলা নিয়ে আলোচনা করেন সহকারী শিক্ষিকা মেহেনাজ পারভীন। দ্বিতীয় পর্বে আলোচনা করেন একেএম আব্দুস সামাদ তুহিন, রুখসানা পারভীন রুপা, মোঃ আমিনুল ইসলাম, পুষ্পিতা রায়, মোঃ শরিফুল ইসলাম, মোজাহিদুল ইসলাম। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন। যুগ্ম সাধারন সম্পাদক কেন্দ্রীয় কমিটির আলী ছায়েদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাইফুদ্দিন ইমরান ও রুমানা ফারজানা শাখী।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com