প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৩:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৩, ৩:০৮ পি.এম
দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল কাইয়ুম মারা গেছেন।

দিনাজপুরের ফুলবাড়ীর বিশিষ্ট চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল কাইয়ুম (৮৭) গতকাল মঙ্গলবার (১৩ জুন) সকাল পৌণে ৯টায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিলস্নাহি.... রাজিউন)।
মৃতু্যকালে তিনি স্ত্রী, দুইছেলে ও সাতমেয়ে সন্তানসহ বহুসংখ্যক আত্মীয়-স্বজন, নাতি-নাতনিসহ গুণগ্রাহী রেখে গেছেন। তবে তাঁর ছেলেমেয়েরা সকলেই উচ্চ শিক্ষিত। ১৯৭১ সালে ডা. আব্দুল কাইয়ুম দেশমাতৃকাকে শত্রম্নমুক্ত করতে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। পরবর্তী সময়ে ৭৫ এর পরবর্তী সময়ে জামায়াতে ইসলাম প্রকাশ্য রাজনীতি করার সুযোগ পেলে ডা. আব্দুল কাইয়ুম জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে সক্রিয়ভাবে রাজনীতি শুরম্ন করেন। এরই ধারাবাহিকতায় ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দাঁড়িপালস্না মার্কা নিয়ে ১০ দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তী সময়ে ২০০০ সালের পর থেকে তিনি রাজনীতি থেকে দূরে ছিলেন। মৃতু্যর আগ পর্যন্ত তিনি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার (১৪ জুন) স্থানীয় গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে ফুলবাড়ী পৌরশহরের গৌরীপাড়া থানাপাড়াস্থ মরহুমের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে। এদিকে ডা. মো. আব্দুল কাইয়ুম এঁর মৃতু্যতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনোয়ার সাদাত মন্ডল।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube