প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২২, ৬:৩৩ পি.এম
দিনাজপুরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের গণঅনশন

দিনাজপুর প্রতিনিধিঃ সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সারা দেশব্যাপী অংশ হিসেবে দিনাজপুর সকাল সন্ধ্যা গণ অনশন কর্মসূচিপালন করছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ ।
ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই ।ধর্ম যার যার রাষ্ট্র সবার। এমন বাস্তবতায় আজ সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করছেন তারা।
এ সময় গণ অনশনে অংশগ্রহণকারীরা জানায়, প্রতিশ্রুতি অনুযায়ী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ, দেবত্বর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথার্থ বাস্তবায়ন,পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমিকা ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করার দাবি জানান তারা।
এ সময় হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দিনাজপুর জেলা সভাপতি সুনীল চক্রবর্তী ও সাধারণ সম্পাদক রতন সিং সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গণ অনশনে অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube