প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ১২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২২, ৬:০৭ পি.এম
দিনাজপুরে ১৬ কেজি ৬০০ গ্রাম গাজা সহ দুইজন গ্রেফতার

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার হরিহরপুর গ্রামের কাউনিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি ৬০০ গ্রাম গাঁজা সহ দুইজনকে গ্রেফতার করেছে রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-১৩। বিষয়টি নিশ্চিত করে রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের সিনিয়র এসপি সহকারী পরিচালক মিডিয়া পক্ষে মোস্তাফিজুর রহমান।
গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে ওই এলাকায় অভিযান চালায় রেপিড একশন ব্যাটেলিয়ানের সদস্যরা। এ সময় সদর উপজেলার কাশিমপুর গ্রামের মোঃ মোকছেদুল ও হরিহরপুর গ্রামের মোঃ আব্দুস সাত্তারকে ১৬ কেজি ৬০০ গ্রাম গাঁজার সহ গ্রেপ্তার করেন রেপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা হতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে স্নানীয় মাদক ব্যবসায়ীদের নিকট ক্রয় বিক্রয় করে আসছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতোয়ালি থানায় রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাদী হয়ে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube