মো: খাদেমুল ইসলাম, দিনাজপুর।
দিনাজপুর: দিনাজপুরে রেপিড একশন ব্যাটালিয়নের অভিযানে ২৯৭ বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
আজ ভোরে রেপিড একশন ব্যাটেলিয়ান ১৩ এর প্রিভেনশন কোম্পানি-১ এর সদস্যরা অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইব্রাহিম। তার বাড়ি ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গী থানার খেরবাড়ি এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন রেপিড অ্যাকশন ব্যাটেলিনের ভারপ্রাপ্ত সরকারি পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম।
জিজ্ঞাসা বাদে ওই মাদক ব্যবসায়ী জানায় সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন ক্রেতার নিকট বিক্রয় ও সরবরাহ করে থাকেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com