প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৫, ৫:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২২, ৮:৩৩ পি.এম
দিনাজপুর জেলা পরিষদ নির্বাচন ।আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বে জয়ী হল জাপা প্রার্থী।
মোঃ খাদেমুল ইসলাম দিনাজপুর প্রতিনিধিঃ
আওয়ামী লীগের অন্তদ্বন্দ্বের কারণে দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে আওয়ামী লীগ প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী ও মোঃ তৈয়ব উদ্দিন চৌধুরী। জয়ী হয়েছে জেলা জাতীয় পার্টির সভাপতি ও স্বপ্নপুরী স্বত্বাধিকারী মোঃ দেলোয়ার হোসেন। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম প্রামানিক বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা জাতীয় পার্টির সভাপতি আনারস প্রতীকে দেলোয়ার হোসেন পেয়েছেন ১ হাজার ১৬২টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজিজুল ইমাম চৌধুরী চশমা প্রতীকে পেয়েছেন ৭৮ ভোট এবং আওয়ামী লীগ নেতা তৈয়ব উদ্দিন চৌধুরী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২২৬ ভোট।
এর আগে সকাল ৯টায় ভোট শুরু হয়ে ভোট গ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে এক হাজার ৪৭৯ ভোটারের মধ্যে এক হাজার ৪৭১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বিকালে ফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা।
এই নির্বাচনে মোট ভোটার ছিল ১ হাজার ৪৭৯জন। চেয়ারম্যান পদে প্রতিযোগিতায় ছিল তিনজন। মহিলা সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ৩৫ জন।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube