অমর চাঁদ গুপ্ত অপু, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের উত্তর গোপালপুর শ্রী শ্রী দুর্গা পূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারেও আজ মঙ্গলবার (৪ অক্টোবর মন্দির কমিটি ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে নর নারায়ণ সেবা প্রদান করে।
এছাড়া শিশুদের মাঝে গিতা পাঠ প্রতিযোগিতা, মন্ত্রপাঠ প্রতিযোগিতা, নারীদের উল্লুধনী, শঙ্খধনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
নর নারায়ণ সেবা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে কমিটির সভাপতি অজিত অধিকারী, সহ-সভাপতি ননী গোপাল রায়, অশ্বিনি কুমার রায়, সাধারণ সম্পাদক নির্মল কুমার রায়, সহ-সাধারণ সম্পাদক মিহির কুমার রায়, কোষাধ্যক্ষ অমরেশ রায়, সদস্য ছবিন্দ্র রায়, মনোরায়, বাবলু রায়, আটা রায়। পূরোহিত হিসেবে পূজা কার্যাবলী পরিচালনা করেন কৃষ্ণপদ ব্যানার্জী। তাকে সহযোগিতা করেন প্রশন্নরায়, মহিন্দ্র রায় ও করিমল রায়। উল্লেখ্য, প্রতিবছর মন্দির কমিটির আয়োজনে ভক্তবৃন্দদের সহযোগিতায় সারা গ্রামের মানুষদের মাঝে প্রসাদ বিতরণ করে আসছে।
Leave a Reply