প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ৩:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২২, ৩:৪৩ পি.এম
দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে বলেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে- দিনাজপুরের নৌ পরিবহন প্রতিমন্ত্রী

দিনাজপুর: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে বলেই দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা হচ্ছে সেই আলোকবর্তিকা যে আলোকবর্তিকা মানুষকে উন্নয়নের পথ দেখায়। তিনি দেশে মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে যে জাগরণ সৃষ্টি করেছেন যা বিশ্বের ইতিহাসে বিরল।
তিনি আজ সকালে দিনাজপুরের বিরল উপজেলায় একান্নতম জাতীয় সমবায় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির জনকের সমবায় ব্যবস্থাপনার ধারণা আজ প্রমাণিত যে দেশের উন্নয়নের জন্য সমবায় একটি উল্লেখযোগ্য অংশ। একটি দলের প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন দেশের এই উন্নয়ন বিরোধী দলীয় নেতাদের ঈশ্বর কারণ হয়ে দাঁড়িয়েছে। জাতির জনকের দর্শনকে প্রান্তিক মানুষের কাছে নিয়ে যেতে হবে।
প্রতিমুহূর্তে এবং প্রতি পদক্ষেপে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দর্শন। কেউ কেউ বাংলাদেশকে টেনে নামাতে চায়। কিন্তু বাংলার মানুষ তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেবে না। জাতির জনক জনগণের মেন্ডেডে নেতা হয়েছিলেন। বলা হচ্ছে বাংলাদেশে অর্থনীতি শেষ হয়ে গেছে ।যদি তাই হয়ে থাকে তবে দেশের জনগণ কিভাবে সুখে আছে! যারা বলছে দেশ শেষ হয়ে যাচ্ছে তারা এই জাতির বুকে মরণ কামড় দিতে চায়।
বিরল উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় অনুষ্ঠিত উপজেলা বিলোনায়তনের আলোচনায়আলোচনা সভাপতিত্ব করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার আফসানা কাওসার।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সবুজের সিদ্দিক সাগর,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, বিরল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি আবুল কাশেম অরু উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ওয়াজেদ আলী প্রমুখ।
এর আগে সমবায় দিবস উপলক্ষে একটি রেলি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube