ধামরাইয়ে ঘরে স্বামী রেখেই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন নববধূ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে শত শত উৎসুক জনতা অনশনরত ওই নববধূকে দেখতে ওই প্রেমিকের বাড়িতে এসে ভিড় করছে। এ ঘটনাটি ঘটেছে, উপজেলার যাদবপুর ইউনিয়নের পশ্চিম ভাতকুড়া গ্রামের নৈমুদ্দিনের ছেলে রাশেদুল ইসলামের বাড়িতে। সোমবার (সন্ধ্যা সাড়ে ৬টা) ওই নববধূ ওই বাড়িতেই অনশনরত রয়েছেন। বিয়ে না হওয়া পর্যন্ত তিনি এ বাড়ি ছাড়বেন না বলে জানিয়েছেন। এলাকাবাসী জানায়, বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল গ্রামের মোহাম্মদ আবদুর রশিদের মেয়ে সানজিদা আক্তার রশিদার মাসখানেক আগে প্রতিবেশী মো. শহিদুল ইসলামের ছেলে মো. হাসনাতের সঙ্গে কাবিন রেজিস্ট্রিমূলে বিয়ে হয়। বিয়ের এক মাস যেতে না যেতেই ওই গৃহবধূ ভালোবাসার টানে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছে। সবচেয়ে মজার খবর হল, ওই নববধূর স্বামী শ্বশুরালয়ে বেড়াতে এলে তাকে ঘুমে রেখে বেলা ১১টার দিকে যাদবপুর ইউনিয়নের পশ্চিম ভাতকুড়া গ্রামের নৈমুদ্দিনের ছেলে রাশেদুল ইসলামের বাড়িতে অনশন শুরু করে। এর আগে খবর পেয়ে রাশেদুল ইসলাম বাড়ি ছেড়ে পালিয়ে যায় বলে জানা গেছে। এ ব্যাপারে রাশেদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিয়ের আগে তার সঙ্গে আমার সম্পর্ক ছিল। আামাকে ফাঁকি দিয়ে অন্যত্র বিয়ে করেছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com