প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ১২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৩, ১২:১৬ পি.এম
নৌ পুলিশের অভিযানে ৪ টি হরিণের মাথার খুলি সহ ১ নলা বন্দুক উদ্ধার

মোঃ ইসমাইল হোসেন শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি।
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ নৌ পুলিশের অভিযানে হরিণের ৪ টি শুকনা মাথা সহ একটি ১ এক নলা বন্দুক উদ্ধার।
সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর খাদ্যগুদামের পানি বাহির হওয়া ড্রেন থেকে এসব শিং সহ আংশিক মাথার খুলি ও একটি এক নলা বন্দুক পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সাইকেল মিস্ত্রী আনিছুর রহমান বলেন, আমি বিকেলে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়ায়। হঠাৎ খাদ্যগুদামের পানি বের হওয়ার ড্রেনে একটি বস্তা দেখতে পাই সেখানে গিয়ে লাঠি দিয়ে গুঁতা দিলে বস্তার ভেতরে হরিণের শিং বন্দুকের পিছোনের অংশ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পাশে থাকার নৌ পুলিশ ফাঁড়িতে গিয়ে তাদেরকে খবর দেই। পরে নৌ পুলিশের এসআই তারক বিশ্বাস ও এএসআই হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স হরিনগর খাদ্যগুদামের পানি প্রবাহের বাইরের অংশের ড্রেনে অভিযানে নামেন।
নৌ পুলিশের এসআই তারক বিশ্বাস বলেন, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে পরিত্যাক্ত অবস্থায় ৪ টি হরিণের শিংসহ মাথার আংশিকগুলি ও একটি এক নলা বন্দুক উদ্ধার করা হয়েছে। হরিণের শিং সহ আংশিক গুলিগুলা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বন্দুটি আমাদের হেফাজতে আছে আইনি প্রক্রিয়া শেষে আগামী কাল শ্যামনগর থানায় হচন্ত করা হবে।
ঘটনাস্থলে উপস্থিত বনবিভাগের কদম তলা স্টেশন কর্মকর্তা মোঃ জাকারিয়া বলেন, হরিণের শিংগুলো বছর খানেক আগের বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube