দৈনিক বাংলা সংবাদ ডেস্কঃ
-মাওয়া ঘাট থেকে রাতের বেলায় ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে-
পদ্মা সেতুর নিরাপত্তা বিবেচনায় শিমুলিয়া (মাওয়া ঘাট)-কাঠালবাড়ী নৌ-রুটে রাতে ফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
শনিবার রাত থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানিয়েছেন।
সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ফেরী চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলছেন, এখন যেভাবে নদীর ভাঙ্গন হচ্ছে, যেভাবে পলি জমে গেছে, স্রোতের কারণে আমাদের ফেরীগুলো ঠিক মতো চলতে পারছে না।
''প্রবল স্রোতের কারণে আমাদের একদিকে রুটগুলো বারবার চেঞ্জ হচ্ছে, পাশাপাশি পদ্মাসেতুর পিলারগুলোর একটা থেকে আরেকটার দূরত্ব যেহেতু বেশি নয়, রাতের বেলায় ফেরী চলাচলে একটা ঝুঁকি থেকে যায়, তাই রাতে ফেরী চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। যতদিন পর্যন্ত স্রোতের ব্যাপারটা পুরোপুরি নিয়ন্ত্রণে না আসবে, ততদিন পর্যন্ত এভাবে বন্ধ রাখা হবে।''
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ফেরীগুলোর অনেক ওজন হয়ে থাকে। কোন কারণে স্রোতের সঙ্গে ভেসে গিয়ে সেটা যদি পিলারে লেগে যায়, অথবা পিলারের আশেপাশে গিয়ে চরে আটকে যায়, সেটা পদ্মা সেতুর জন্য একটা ঝুঁকি। আমরা সেই ঝুঁকিটা নিতে চাই না।''
গাড়ি চলাচলে আপাতত বিকল্প হিসাবে রাতের বেলায় পাটুরিয়া-দৌলতদিয়া রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com