প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৮:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৩, ১০:৪৫ এ.এম
পাগলা মসজিদের দানবাক্সে ১৯ বস্তা টাকা।

মাহফুজ হাসান,বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেল ১৯ বস্তা টাকা। শনিবার(৬ মে) সকালে মসজিদের ৮টি দানবাক্স খুলে এই টাকা পাওয়া যায়। প্রতি তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার রমজানের কারণে চার মাস পর দানবাক্সগুলো খোলা হয়েছে। নগদ ১৯ বস্তা টাকা ছাড়াও রয়েছে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। চলছে গণনার কাজ। সন্ধ্যায় গণনা শেষে জানা যাবে টাকার পরিমাণ।
এর আগে ৭ জানুয়ারি ৩ মাস ১ দিন পর দানবাক্স খোলা হয়েছিল। এতে মোট ২০ বস্তা টাকা ছিল। সর্বোচ্চ রেকর্ড ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল।
মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি দান দানবাক্স খোলা হয়েছে। দান দানবাক্সগুলো খুলে ১৯টি বস্তায় ভরে টাকাগুলো মসজিদের দোতলায় আনা হয়েছে গণনার জন্য। এখন চলছে টাকা গণনার কাজ।
টাকা গণনার কাজে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, সিনিয়র সহাকরী কমিশনার শেখ জাবের আহমেদ, সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার মোছা. নাবিলা ফেরদৌস, সাদিয়া আফরীন তারিন, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। সন্ধ্যায় গণনা শেষে জানা যাবে টাকার পরিমাণ
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube