প্রিন্ট এর তারিখঃ মে ১৯, ২০২৫, ১০:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৫, ৪:৫১ পি.এম
পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

পিরোজপুর প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই বিপ্লবে সকল শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) পিরোজপুর জেলা শাখা।
বুধবার (২৬ মার্চ) পিরোজপুর শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পানি উন্নয়ন বোর্ডের উপ - বিভাগীয় প্রকৌশলী মুরাদ ইসলাম রুবেল, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, ডিইএব এর বরিশাল বিভাগীয় সভাপতি প্রকৌশলী মো. মাহফুজুল আলম মিঠু, প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. বাচ্চু মিয়া, ডিইএব বরিশাল বিভাগীয় সহসভাপতি প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মো. মুজিবুর রহমান, পিরোজপুর জেলা ডিইএব এর আহ্বায়ক প্রকৌশলী মো. মেহেদী হাসান, পিরোজপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা ডিইএব এর যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল মাতুব্বর সহ ডিইএব, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ সহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই বিপ্লবে নিহত সকলের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube