প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ৫:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৫, ১০:৩০ পি.এম
পিরোজপুরে বিএনপি নেতার আয়োজনে নাগরিক সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানার আহ্বানে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারী) বিকেল ৪ টায় পিরোজপুর পৌরসভার মাছিমপুরে এ নাগরিক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত এলাকার লোকজন রাস্তা, ড্রেন, কালভার্ট সহ নানান সমস্যার কথা তুলে ধরেন।
এসময় শেখ রিয়াজউদ্দিন রানা বলেন, বিগত দিনে নাগরিকদের ভোটের অধিকার ছিল না। এ কারণে পৌরবাসী কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। ভ্যাট ও ট্যাক্স দেওয়ার পরেও নাগরিকরা প্রাপ্ত সুবিধা পায়নি। ১৫০ বছরের পুরাতন একটা প্রথম শ্রেণীর পৌরসভার এই অবস্থা হবে কেন, রাস্তা নাই, কালভার্ট নাই, প্রজেক্টের রাস্তাগুলো ছাড়া একটি রাস্তাও ভালো নেই। আগামীতে যদি সম্ভব হয় তাহলে সাধারণ নাগরিকের ভোগান্তি দূর করার জন্য ১৬ বছরের অবহেলিত কাজগুলো নতুন করে করবো। সাধারণ মানুষ যদি আমাকে সহযোগিতা করে আমি সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব। এজন্য সকলকে আমার সাথে থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি তরিকুল ইসলাম নজিবুল। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube