প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ৩:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১১:১৮ পি.এম
পিরোজপুরে সাংবাদিকের ছেলেসহ অপহরণ – ২

পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের নাজিরপুরে দৈনিক কালবেলার সাংবাদিক উথান মন্ডলের ছেলেসহ দুজনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের দক্ষিণ জয়পুর গ্রামে ঘটনাটি ঘটে।
অপহরণের শিকার দুইজন হলো - সাংবাদিকপুত্র উৎসব মন্ডল (১৫) ও বাবুল শেখের ছেলে সাজ্জাদ শেখ।
উল্লেখ্য, উৎসব মন্ডল নাজিরপুর সিরাজুল হক সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী ও সাজ্জাদ নাজিরপুর শহীদ জিয়া মহাবিদ্যালয়ের ২০২৫ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী।
সাংবাদিক উথান মন্ডল জানান, তার ছেলে উৎসব মন্ডল বুধবার রাত ৮টার দিকে বন্ধু সাজ্জাদ হোসেন এর সঙ্গে মোটরসাইকেলে পিরোজপুর যাওয়ার সময় নাজিরপুর-পিরোজপুর সড়কের চৌঠাইমহল স্টিল ব্রিজের কাছে পৌছালে কয়েকজন দুষ্কৃতকারী তাদের অজ্ঞান করে নিয়ে যায়। পরে দক্ষিণ জয়পুরের শ্যামল মাতার ঘেরে নিয়ে তাদের আটকে রেখে অভিভাবকদের কাছে মোবাইলে মুক্তিপণ দাবি করে। পরে ৪০ হাজার টাকা মুক্তিপণের মাধ্যমে ছাড়া পায়।
তিনি আরও বলেন , মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেও তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে তারা ছাড়া পাওয়ার সময়ে অপহরণকারী কয়েকজন নিজেদের মধ্যে একে অপরকে নাম ধরে ডাকতে শুনতে পান। সেই অনুযায়ী ধারণা করে ভুক্তভোগীরা কয়েকজনের নাম বলেন।
ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, মধ্য জয়পুর গ্রামের আনিস শেখের ছেলে রাসেল শেখ (৩৫), একই গ্রামের মারুফ মল্লিকের ছেলে ফয়সাল মল্লিক (২৮), দেলোয়ার শেখের ছেলে নাঈম শেখ (৩০) এই অপহরণের সাথে জড়িত। এদের নেতৃত্বে ঐ এলাকায় এর পূর্বেও অপহরণসহ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি মাদক, চুরি ডাকাতির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
নাজিরপুর থানার ওসি মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, খবর পেয়ে তিনিসহ জেলা ডিবি পুলিশ ও থানা পুলিশের একটি দল রাতভর অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে অপহৃতদের উদ্ধার সম্ভব হয়। তবে অপহরণের সাথে জড়িতদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, অপহরণের সাথে জড়িতদের গ্রেপ্তারের স্বার্থে এখনই তথ্য প্রদান করা যাচ্ছে না।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube