প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ১১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৫, ১২:১২ এ.এম
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৯ ফেব্রুয়ারী) জেলা বিএনপির জনসভা সফল করতে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাসিম উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মো জসিম উদ্দিন, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম, সদস্য মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া পিরোজপুর সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, "বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করতে এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আসন্ন জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তারা আরও বলেন, "জনসভাকে সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
সভায় দলীয় কর্মসূচি নির্ধারণের পাশাপাশি জনসভার সফল বাস্তবায়নের জন্য স্বেচ্ছাসেবকদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। আলোচনা শেষে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube