প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৩:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২০, ৬:০৭ পি.এম
পুলিশ থেকে অভিনেতা,ভিলেন থেকে রায়হান হত্যা মামলার আসামি সিলেট বন্দর পুলিশ ফাড়ি ইনচার্জ আকবর ভুঁইয়া।

নিজস্ব প্রতিনিধিঃ
পুলিশী নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুইয়াসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া প্রত্যাহার করা হয়েছে আরও তিন পুলিশ সদস্যকে। সোমবার বিকেলে মহানগর পুলিশের পক্ষ থেকে শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়া হয়।
গতকাল রবিবার সকাল ৬টা ৪০ মিনিটের সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রায়হান উদ্দিন (৩৪) নামের এক যুবককে গুরুতর আহতাবস্থায় ভর্তি করেন বন্দরবাজার ফাঁড়ির এএসআই আশেক এলাহী। চিকিৎসাধীন অবস্থায় ৭টা ৫০ মিনিটে রায়হান হাসপাতালে মারা যান। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। হাতের নখও উপড়ানো ছিল।
রায়হান উদ্দিন সিলেট নগরীর আখালিয়ার নেহারি পাড়া এলাকার বাসিন্দ। পুলিশের দাবি সে নগরীর কাস্টঘর ছিনতাই করতে গিয়ে এলাকায় জানতার হাত আটক হয়ে গোনধুলাই দিয়ে মারা হয়েছে।।
নিহত রায়হানের মা এবং আত্বীয় স্বজনের দাবি রায়হানকে বন্দর বাজার পুলিশ ফাড়িতে পিটিয়ে হত্যা করা হয়েছে।এলাকার মানুষের দাবী রায়হান এলাকার ভালো মানুষ ছিল,তাহার আচার আচরন এলাকার মানুষ কোন সময় কস্ট পাবে এমন কোন খারাপ আচরন ছিল না রায়হানের মাজে।।
প্রশাষনের কাছ থেকে তেমন সন্তুষ্ট মুলক বিচার এখন ও পান নি রায়হানর পরিবার, প্রসাষন থেকে বলা হয়েছে সঠিক তদন্ত করে তাহার বিচার করা হবে।।
গনমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে বন্দর বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ আকবর ভুঁইয়াকে মুল হত্যাকারি হিসাবে চিহ্নিত করে ছাড়িয়ে পড়ছে।এবং মেজর সিনহা হত্যার মুল আসমাী ওসি প্রদিপের সাথে তাহার তুলনা করছেন।
বন্দর ফাড়ির ইনচার্জ আকবর ভুইয়া দির্ঘদিন থেকে সিলেট বন্দর বাজার পুলিশ ফাড়িতে আছেন।এবং সিলেটের বিভিন্ন সামাজিক সংঘটনের সাথে জড়িত, ও সিলেটের আঞ্চলিক ভাষায় উপস্থাপন সিলেটের হাজার যুবকের আস্তাবাজন গ্রীন বাংলা ইউটিউব চ্যানের অভিনেতা হিসাবে কাজ করছেন।
আকবর ভুঁইয়ার বাস্তব চিরিত্র ছিল কুখ্যাত এরশাদ শিকদারের মত।নগরির বন্দর বাজার পুলিশ ফাড়ির আওতাধীন এলাকার অসামাজিক আর পতিতা-দের আস্তানায় ছিল তাহার নিয়মিত চাঁদা আদায়। বন্দর বাজার পুলিশ ফাড়ির আশ পাশ এলাকার আলু, সবজি,কাপড়ের দোকান, এবং রিকসা সিএনজি,তে ছিল তাহার নিয়মিত চাদা আদায়,। অনেক সময় নিজেকে পুলিশ না বলে নায়ক হিসাব পরিচয় দিতেন।নিজেকে নিজে হিরো মনে করতেন।
আকবর ভুঁইয়ার সর্বচ্চ শাস্তি দাবি এখন সিলেট জেলার মানুষের দাবি।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com
Design & Developmen By HosterCube