মোঃ ইসমাইল হোসেন শ্যামনগর সাতক্ষীরা।
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ভেটখালী বাজারে সন্তোষ মনি জুয়েলার্স এর মালিক দীনেশ রায়কে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ফিল্ম স্টাইলে দোকান থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে একই ইউনিয়নের সোরা গ্রামের এশার আলী মোল্লার পুত্র আশরাফ মোল্লা,মহসীন মোল্লা, পলাশ মোল্লা সহ বহিরাগত২৫/৩০ জন সন্ত্রাসী। স্বর্ণলংকার ও নগদ টাকা লুট পাটের সময় দীনেশ রায় বাধা দিলে তাকে পিটিয়ে আহত করে। দীনেশ জানান,তার এক লক্ষ২০ হাজার টাকাসহমোট ১১/১২ লক্ষ টাকা লুটপাট করা হয়েছে। লুটপাঠকারী আশরাফ মোল্লার কাছে জানতে চাইলে তিনি তারঘর উল্লেখ করে লুটপাট এর কথা স্বীকার করে বলেন যা করেছি করেছি মামলা মোকদ্দমা যা হয় হোক।
রমজান নগর বাজার ব্যবস্থাপনা কমিটি সেক্রেটারির কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনাটি খুব নেককার জনক। এমন ঘটনা ঘটনোর পূর্বে আমাদের জানানো উচিত ছিল। স্থানীয় মেম্বর মনোরঞ্জন মিস্ত্রি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এটা সম্পূর্ণ অমানবিক ব্যাপার। শ্যামনগর থানা পুলিশ ও শ্যামনগর জুয়েলার্স মালিক সমিতির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত দীনেশ রায় শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্যামনগর থানায় মামলা প্রস্তুতি চলছিল।
প্রকাশক ও সম্পাদক: মোঃআব্দুল মুনিব মামুন, মোবাইল: 01715496849 অফিস: 406.Rangmohol Tower (4Floor) Bondor Bazar,Sylhet-3100। Email : banglasangbad1@gmail.com