1. admin@dainikbanglasangbad.com : admin : admin com
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কমলগঞ্জ থানার দারোগা জিয়াউলের ক্ষমতা বলে কথা দলীয় প্রভাব খাটিয়ে গোয়াইনঘাট জুড়ে রাম-রাজত্ব কাশেম-বাবলা চক্রের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরের ইউকে প্রবাসীদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্ষমতাধর দারোগা উবাদুল্লাহ এখনো এসএমপিতে বহাল আত্রাই বান্দাইখাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগটি সম্পূর্ন ষড়যন্ত্রমূলক শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি গোয়াইনঘাটে সাংবাদিকদের উপর হামলার মামলায়;জামিনে থাকা আসামী’কর্তৃক বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি নওগাঁর মান্দায় আওয়ামী সন্ত্রাসীরা বসতবাড়িতে অতর্কিত হামলা ভাংচুর- লুটপাট ও অগ্নিসংযোগ আটক ৯,, হ্যালো সিলেট এসএমপি কমিশনার ফাঁড়ির পুলিশ ও ছিনতাইকারী সামলাও পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সাংবাদিক সাঈদ খানের উদ্যোগে ইফতার মাহফিল

প্রধানমন্ত্রীর মহাপ্রকল্পের আওতায় নদী খনন নদী ফিরে পেয়েছে জীবন, খুশি নদীর তীরে দুই ধারের বাসিন্দারা।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৮১৯ বার পঠিত
মো:খাদেমুল ইসলাম, দিনাজপুর।
দিনাজপুর : প্রধানমন্ত্রীর মহা প্রকল্পের আওতায় ১২ কোটি ৭ লক্ষ ২ হাজার ৫৮০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে  গেল ২০১৯ সালের নভেম্বর মাসে সম্পন্ন হয় তুলাই নদীর খনন কাজ। দিনাজপুরের বিরল উপজেলা সহ তিনটি উপজেলা দিয়ে বয়ে যাওয়া তুলাই নদীর প্রথম পর্যায়ের খননের কাজ সম্পন্ন হওয়ায় উপকৃত হয়েছে নদীর দুই ধারের প্রায় হাজারো মানুষ। নদী খননের ফলে নদীতে নাব্যতা ফেরায় কৃষি শ্রমিকসহ কৃষকরা নদী দুই পাড়ে যাতায়াত ও ফসল আনা নেওয়ার ক্ষেত্রে কোন বেইলি ব্রিজ না থাকায় পড়েছেন ভীষণ বিপদে। তাই অনতিবিলম্বে নদী পারাপারের বেইলি ব্রিজ নির্মাণের দাবি কৃষি শ্রমিক ও কৃষকদের।
কথা ছিল নদী খন্ননের ফলে নদী ফিরে পাবে তার নাব্যতা, নদী পথে বাড়বে যোগাযোগ, বন্যা বা অতিবন্যা থেকে রক্ষা পাবে নদীর তীরে দুই ধারের মানুষ, ফসলের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে কৃষকরা,নদীতে মিলবে মাছ ।মোটামুটি এরকমই উদ্দেশ্য নিয়ে সরকার পদক্ষেপ নেয় নদী খননের।
না উদ্দেশ্যের কোন ব্যত্যয় ঘটেনি। নদী ফিরে পেয়েছে নাব্যতা, সেই নদীর পানির বুক চিরে চলছে হাসের দল। গেল দেড় বছরে বন্যার উপদ্রব পোহাতে হয়নি কৃষকদের। নদীতে এখন মিলছে মাছ। বিপন্ন প্রজাতির অনেক মাছ নদীতে পেয়ে বেশ খুশি এখন স্থানীয় জেলে সম্প্রদায়।
এ নিয়ে কথা হচ্ছিল বিরল উপজেলার ৫ নং বিরল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সন্তোষ মোহান্তের সাথে।
“নদীটা খুড়ি হামার যে লাভ হইছে তা কহি শেষ করা যাবে নায়। দুই বছর থাকি কোন বন্যা হয়নি ফসলও নষ্ট হয়নি। খালি অসুবিধা নদীর ঐপাশে যাওয়ার কোন ব্যবস্থা নেই। সরকারে এগনা যদি পুলের ব্যবস্থা কইরলে হয় তাহলে হামার আর কোন দুঃখ থাকিলো হয়নি”অভিমত সন্তোষ মহন্তের।
বিরল উপজেলার মাধববাটী পূর্ব সাপড়া গ্রামের মৃত কিনা মুহাম্মদের ছেলে আমজাদ হোসেন বলেন, নদী খননের উপকারিতা আমরা ভোগ করছি। কিন্তু এক শ্রেণীর দুর্বৃত্ত বা ভূমিদস্যু অথবা নদী খেকো নদীর দুই ধারে যে খাস জমির সৃষ্টি হয়েছে তা দখল করে সেখানে চাষাবাদ শুরু করেছে কেউ কেউ আম লিচুর বাগান লাগাচ্ছে। এতে করে সরকার কয়েকশো একর জমি হারাবে বলে বলেন তিনি।
৫ নং বিরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সচিন্ত্য চন্দ্র বলেন, এখন নদীতে সব সময় পানি থাকায় কৃষক ও শ্রমিকরা নদী পারাপারসহ ফসল আনা নেওয়ায় বেশ অসুবিধায় পড়েছে। বিষয়টি শীঘ্রই উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।
খননকৃত নদীর উপর দুই ধারের কৃষকদের ফসল আনা নেওয়ার জন্য কোন বেইলি ব্রিজ নির্মাণ করা  হবে কিনা এমন প্রশ্নের জবাবে দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় বলেন, তুলাই নদীর উপরে কাজীপাড়া এলাকায় এবং ৫ নং বিরল ইউনিয়নের মাধববাটি গ্রামের সহিত সাবইল গ্রামের সাথে এলজিইডি’র বাস্তবায়নে একটি ব্রিজ নির্মিত হবে। এছাড়া উপজেলার কাজীপাড়া এলাকায় বিআইডব্লিউটি’এর অধীনে অন্য আরেকটি ব্রিজ নির্মাণ করা হবে। এছাড়া র‌্যাংটা এলাকায় আরো একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। কৃষক শ্রমিকদের নদী পারাপার অথবা ফসল আনা নেওয়ার জন্য কোন বেইলি ব্রিজ নির্মাণের পরিকল্পনা আপাতত নেই।
বিরল উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাউসার বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদের যে কোন সমস্যা সমাধানে বদ্ধপরিকর। নদী খননের ফলে উদ্ভূত সমস্যা নিরসনে শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে।
জেলার কাহারোল উপজেলা থেকে উৎপত্তি তুলাই নদীর মোট দৈর্ঘ্য ৪৬ কিলোমিটার। নদী খননের ফলে নদীর দুই ধারে সৃষ্টি হয়েছে খাস জমি। এরই মধ্যে অধিকাংশ খাস জমি দখল করে ভূমি দস্যুরা শুরু করেছে চাষাবাদ। অনতিবিলম্বে সরকারের দৃষ্টিগোচর না হলে বেহাত হতে পারে সরকারের কয়েক হাজার একর খাস জমি এমন দাবি জেলার সচেতন মহলের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ

© All rights reserved © 2023 dainikbanglasangbad.com
Design & Development By Hostitbd.Com